লন্ডন: সচিন তেন্ডুলকরের মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। বলিউডের সুন্দরী অভিনেত্রীর সঙ্গে বসে ডিনার সারেন। সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের সঙ্গে ফ্লার্টিং করতে ছাড়েন না। কথা হচ্ছে, ভারতীয় দলের ব্যাটিং সেনসেশন শুভমন গিলের (Shubman Gill)। সুন্দরী মহিলাদের সঙ্গে আকছারই তাঁর সম্পর্কের গুঞ্জন ভেসে আসে। ভারতীয় ক্রিকেটের চকলেট বয়ের মহিলা অনুরাগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেউ চান সেলফি তুলতে, কেউ একটা রিপ্লাই পেলেই খুশি। আবার কেউ চান গিলের সঙ্গে ডেটিংয়ে যেতে। কেউ আবার চারধাপ এগিয়ে সোজা বিয়ের প্রস্তাবও রাখেন। তেমনটাই দেখা গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে। ওভালের গ্যালারিতে শুভমনকে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণী। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
শুভমন গত কয়েক মাস ধরেই লাইমলাইটে রয়েছেন। ২০২৩ আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি হাঁকান। এরপর টি-২০তেও সেঞ্চুরি করেন। তাঁর ফ্যান ফলোয়িং বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছেন গিল। যদিও ওভালে প্রথম ইনিংসে তাঁর ব্যাট চলেনি। তাতে কী? গিল মুগ্ধতা ছড়িয়ে ওভালের গ্যালারিতেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে তখন ফিল্ডিং করছে ভারতীয় দল। ক্যামেরা গ্যালারির দিকে ঘুরে যেতেই দেখা যায় এক তরুণী শুভমনকে বিয়ের প্রস্তাব দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। পোস্টারে লেখা ছিল- ‘আমাকে বিয়ে করো শুভমন’। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই ছবি।
টিভি স্ক্রিনে ওই মহিলা অনুরাগীর পোস্টার দেখানোর মাত্র এক বল আগে বড় ভুল করে বসেছিলেন শুভমন। মহম্মদ সিরাজের বল মার্নাস লাবুশেন গালির দিকে খেলার চেষ্টা করেন। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করা গিল ডাইভ দিয়ে বল আটকান। এদিকে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা লাবুশেন ও খোয়াজার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। দুজনেই এক প্রান্তে পৌঁছে যান। গিলের কাছে আরামে বল থ্রো করার সুযোগ ছিল। কিন্তু সেদিকে তাকিয়েও দেখেননি তিনি। উইকেট নেওয়ার সহজ সুযোগ মিস করে ভারত। ব্যাট হাতেও তেমন ভরসা দিতে পারেননি। ১৩ রানে প্রথম ইনিংসে আউট হন।