পন্টিংদের রেকর্ড ভাঙলেন ল্যানিংরা

sushovan mukherjee |

Apr 04, 2021 | 2:14 PM

একদিনের ক্রিকেটে (One Day International) টানা ২২ ম্যাচ জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল (Australia Women's Cricket)। এর আগে বিশ্ব ক্রিকেটে টানা ২১টি একদিনের ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিংরা (Ricky Ponting)।

পন্টিংদের রেকর্ড ভাঙলেন ল্যানিংরা
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিমের নয়া রেকর্ড। ছবি: টুইটার

Follow Us

মাউন্ট মাউঙ্গানুই (নিউজিল্যান্ড): ক্রিকেটবিশ্বে অস্ট্রেলিয়ার দাপট এখনও অব্যাহত। ছেলেদের হোক কিংবা মেয়েদের। ক্যাঙ্গারু বাহিনীর দাপট চলছেই। পন্টিংদের রেকর্ড ভাঙলেন ল্যানিংরা। বিশ্ব ক্রিকেটে টানা ম্যাচ জয়ের রেকর্ড এখন অস্ট্রেলিয়ার মেয়েদের (Australia Women’s Cricket) দখলে। ভেঙে দিল অস্ট্রেলিয়ার পুরুষদের রেকর্ড।

আরও পড়ুন: জোটার জোড়ায় আর্সেনালকে ওড়াল লিভারপুল

একদিনের ক্রিকেটে (One Day International) টানা ২২ ম্যাচ জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল (Australia Women’s Cricket)। এর আগে বিশ্ব ক্রিকেটে টানা ২১টি একদিনের ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিংরা (Ricky Ponting)। ২০০৩ সালে সেই নজির গড়েছিল অস্ট্রেলিয়া। এতদিন এটাই ছিল কোনও দলের টানা ওয়ান ডে ম্যাচ জয়ের রেকর্ড। আজ বে ওভালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাতেই পন্টিংদের রেকর্ড ভেঙে দিলেন ল্যানিংরা। ২০১৭ সালের অক্টোবরে শেষ বার একদিনের ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল (Australia Women’s Cricket)। ১২ মার্চ, ২০১৮ থেকে টানা জিতেই চলেছেন ল্যানিংরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার মেয়েরা (Australia Women’s Cricket)। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। এ দিন প্রথমে ব্যাট করে ২১২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৮.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৫ রান করেন অ্যালিসা হিলি। ৫৬ রানে অপরাজিত থাকেন এলিস পেরি। অপরাজিত ৫৩ করেন গার্ডনার।

Next Article