সিডনি: স্টিভ স্মিথের (Steve Smith) মুকুটে নতুন পালক। অ্যাসেজ সিরিজে (Ashes Series) সবচেয়ে রান করার নিরিখে ডন ব্র্যাডম্যানের (Don Bradman) ক্লাবে ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ৩ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন স্মিথ। চলতি সিরিজে ৩-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টও জিততে পারে টিম। দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন প্যাট কামিন্স করোনার কারণে খেলতে পারেননি। তাঁর বদলে তিন বছর পর দেসের অধিনায়কত্ব করেছিলেন স্মিথ।
অ্যাসেজের ইতিহাসে সবচেয়ে বেশি রান রয়েছে ব্র্যাডম্যানের। মোট ৫০২৮ রান করেছেন তিনি। গড় ৮৯.৭৮। দু’নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হবস। ৩৬৩৬ রান করেছেন তিনি। ৫৪.২৬ গড়। তিনে অ্যালান বর্ডার। ৩২২২ রান করেছেন তিনি। ৫৫.৫৫ গড়। স্টিভ ওয়া রয়েছেন চারে, ৩১৭৩ রান করে। ৫৮.৭৫ গড়। ডেভিড গাওয়ার রয়েছেন পাঁচে, ৩০৩৭ রান নিয়ে। তালিকার ছয়ে থাকা স্মিথের সংগ্রহ ৩০০২ রান। ৬২.৫৪ গড়।
সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৬৭ করেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৩ করে আউট হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রানের খাতায় এক নম্বরে ব্র্যাডম্যানই। দুই থেকে চারে যথাক্রমে অ্যালান বর্ডার, গ্যারি সোবার্স, স্টিভ ওয়া। পাঁচে রয়েছে স্টিভ স্মিথ। আবার অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের তালিকায় সাত নম্বরে রয়েছে তিনি। ৮১ টেস্টে ৭৭৫৭ রান করেছেন। ২৭টা সেঞ্চুরি ও ৩৩টা হাফসেঞ্চুরি সহ। তালিকার একে রয়েছেন রিকি পন্টিং। ১৬৮টা ম্যাচ খেলে ১৩৩৭৮ রান করেছেন তিনি।
আরও পড়ুন: India vs South Africa: তৃতীয় টেস্টে কাকে বাদ দেওয়া উচিত টিম থেকে, গম্ভীরের ব্যাখ্যা
আরও পড়ুন: Ashes Series: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি, টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তন খোয়াজার