বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2021 | 5:07 PM

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে তৈরি হওয়া এই দল নিয়ে আশাবাদী প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।

বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং
বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং

Follow Us

মেলবোর্ন: কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএলে (IPL) খেলা নিয়ে সওয়াল করেছিলেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। তার মনে হয়েছিল আইপিএলই হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ। পন্টিংয়ের সেই কথাকে মান্যতা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের আইপিএল খেলা নিয়ে কোনও বাধা নেই। বরং নির্দিষ্ট পরিকল্পনা করেই আইপিএলের মঞ্চে নামতে পারবেন তাঁরা। কারণ ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে তৈরি হওয়া এই দল নিয়ে আশাবাদী প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে এই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তা সে যতই শেষ কয়েকটা সিরিজে খারাপ ফলাফল হোক না কেন। পন্টিং উচ্ছ্বসিত জশ ইংলিশের মত ক্রিকেটার দলে সুযোগ পাওয়ায়।

বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল নিয়ে পন্টিংয়ের টুইট, “কোন সন্দেহ নেই, এই দলটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ভালো লাগছে ইংলিশের মতো ক্রিকেটার দলে সুযোগ পাওয়ায়। ক্রিকেটের সেরা মঞ্চে উঠে আসার একটা দারুন গল্প।”

Next Article