চেমসফোর্ড : এ বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। আটটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। মোট দশ দলের টুর্নামেন্ট। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠবে। তাদের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলও। ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে ক্য়ারিবিয়ানদের বিশাল দর থাকলেও আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্য়ান্স ভালো নয়। এ বারও যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। বিশ্বকাপে সরাসরি যে আটটি দল যোগ্য়তা অর্জন করল, তার মধ্যে ভাগ্য় ঝুলে ছিল দক্ষিণ আফ্রিকার। আয়ার্ল্য়ান্ড বনাম বাংলাদেশ প্রথম ওডিআই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেল দক্ষিণ আফ্রিকা। কোন অঙ্কে কারা সরাসরি ভারতে বিশ্বকাপ খেলার সুযোগ পেল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চেমসফোর্ডে তিন ম্য়াচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ার্ল্য়ান্ড ও বাংলাদেশ। ম্য়াচ শুরু হলেও বৃষ্টির জেরে সম্পূর্ণ করা যায়নি। আয়ার্ল্য়ান্ডের কাছে একটা ক্ষীণ সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপ খেলার। তার জন্য় বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ জিততে হত। কিন্তু প্রথম ম্য়াচটি ভেস্তে যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ শেষ আয়ার্ল্য়ান্ডের। বরং এই সুযোগে সরাসরি বিশ্বকাপে যোগ্য়তা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। অটোমেটিক কোয়ালিফিকেশনের জন্য দক্ষিণ আফ্রিকা অপেক্ষা করে ছিল এই সিরিজের ওপর। আয়ার্ল্য়ান্ড ৩-০ জিতলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান পয়েন্ট হত। সেক্ষেত্রে নেট রান রেট কার্যকর হত। এখন আর সেই আশঙ্কা নেই। আয়ার্ল্যান্ডকে যোগ্য়তা অর্জন পর্বে খেলতে হবে। যে আটটি দেশ সরাসরি ওডিআই বিশ্বকাপে যোগ্য়তা অর্জন করল তাতে আয়োজক ভারত ছাড়া রয়েছে-নিউজিল্য়ান্ড, ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্তেই সুযোগ পেল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের বাকি দুটি স্পটের জন্য় লড়াই করবে দশটি দেশ। তারা হল- ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ার্ল্য়ান্ড, নেদারল্য়ান্ডস, স্কটল্য়ান্ড, ওমান, নেপাল, আমেরিকা, আরব আমিরশাহি। জিম্বাবোয়ে এই যোগ্য়তার্জন পর্বের আয়োজক। জুনে এই দশটি দেশ দুটি স্থানের চূড়ান্ত লড়াইয়ে নামবে। নেপালের জন্য় এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। শেষ ১২টির মধ্যে ১১টি ম্য়াচ জিতে যোগ্য়তা অর্জন পর্বে জায়গা করে নিয়েছে নেপাল। এই দশ দলের মধ্য়ে প্রথম দুইয়ে থাকলে বিশ্বকাপ খেলার সুযোগ আসবে।