Avesh Khan ভিডিয়ো: অবিশ্বাস্য ক্যাচে ক্যাপ্টেনকে ‘জবাব’ দিলেন আবেশ খান

Apr 16, 2024 | 8:16 PM

IPL 2024, KKR vs RR: ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিং নেন সঞ্জু স্যামসন। প্রথম ওভারেই ফিল সল্টকে ফেরানোর সুযোগ ছিল। যদিও ট্রেন্ট বোল্টের বোলিংয়ে গালিতে তাঁর হাতের ক্যাচ ফসকান রিয়ান পরাগ। অস্বস্তিতে পড়ে রাজস্থান শিবির। ইডেনে গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সল্ট। তাঁকে শূন্য রানে ফেরানোর সুযোগ হাতছাড়া হয়। যদিও সল্টের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি।

Avesh Khan ভিডিয়ো: অবিশ্বাস্য ক্যাচে ক্যাপ্টেনকে জবাব দিলেন আবেশ খান
Image Credit source: BCCI

Follow Us

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ক্যাচের জবাব! আবেশ খানের বোলিংয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি হাই ক্যাচ উঠেছিল। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই কিপারকে ক্যাচের সুযোগ দেওয়া হয়। গ্লাভস থাকায় অ্যাডভান্টেজ কিপারের। যদিও বোলার আবেশ খান এবং রাজস্থান কিপার তথা ক্যাপ্টেন সঞ্জু স্যামসন দু-জনেই ক্যাচের জন্য ছুটেছিলেন। আবেশ খানও কল করেছিলেন। তেমনই সঞ্জু স্যামসনও। দু-জনেই বল অবধি পৌঁছলেও ক্যাচ ড্রপ হয়। তারই জবাব!

ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিং নেন সঞ্জু স্যামসন। প্রথম ওভারেই ফিল সল্টকে ফেরানোর সুযোগ ছিল। যদিও ট্রেন্ট বোল্টের বোলিংয়ে গালিতে তাঁর হাতের ক্যাচ ফসকান রিয়ান পরাগ। অস্বস্তিতে পড়ে রাজস্থান শিবির। ইডেনে গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সল্ট। তাঁকে শূন্য রানে ফেরানোর সুযোগ হাতছাড়া হয়। যদিও সল্টের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ১০ রানেই আউট সল্ট।

ইনিংসের চতুর্থ তথা নিজের দ্বিতীয় ওভারেই ফিল সল্টকে ফেরান আবেশ খান। নিজের বোলিংয়ে বাঁ দিকে ঝুঁকে অবিশ্বাস্য ক্যাচ আবেশ খানের। নিজেও অবাক। সকলেই অবাক হয়ে যান এই ক্যাচে। দুর্দান্ত রিফ্লেক্স দেখান আবেশ। এরপরই আঙুল দেখান অধিনায়ক সঞ্জু স্যামসনের দিকে। মজার ছলে তাঁকে মনে করিয়ে দেন, আগের ম্যাচে সেই উঁচু ক্যাচটা তারই ছিল।

সঞ্জুর সঙ্গে উইকেটের সেলিব্রেশনও করেন মজার ভঙ্গিতে। সঞ্জু একটি গ্লাভস খুলে আবেশকে দেন। গ্লাভসের মধ্যে বল রেখে ডাগআউটের দিকে ইশারা করেন আবেশ। তাঁর বার্তা, গ্লাভস ছাড়াও দুর্দান্ত ক্যাচ নিতে পারেন!

Next Article