Babar Azam: ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের থেকে এই নিয়ে দুটি রেকর্ড কেড়ে নিলেন বাবর।
দুবাই: পাকিস্তানের (Pakistan) অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) থামানো যাচ্ছে না। টি-২০ বিশ্বকাপের সুপার-১২ (Super 12)-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে এক রেকর্ড গড়লেন বাবর আজম। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক (captain) হিসেবে এক হাজার রান করলেন বাবর। সেই সঙ্গে তিনি টপকে গেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli)।
Another record for @babarazam258 ?Fastest to 1000 runs as captain in T20Is.#WeHaveWeWill pic.twitter.com/RpWoZNcMIt
— Pakistan Cricket (@TheRealPCB) October 30, 2021
টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক হাজার রান করার তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন বাবর। ক্যাপ্টেন বিরাটের টি-২০ ক্রিকেটে এক হাজার রান করতে ৩০টি ইনিংস লেগেছিল। তবে শুক্রবার ২৬তম আন্তর্জাতিক ইনিংসেই এক হাজার রানের মাইলস্টোনে পৌঁছএ গেলেন বাবর। এবং, চলতি কুড়ি-বিশের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিকের পর সেমিফাইনালের টিকিকও প্রায় পাকা করে ফেলল বাবরের পাকিস্তান।
বিরাট ও বাবর ছাড়াও ক্যাপ্টেন হিসেবে এক হাজার রান করার তালিকায় রয়েছেন ফাফ দু’প্লেসি, অ্যারন ফিঞ্চ ও কেন উইলিয়ামসন। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক দু’প্লেসি ৩১টি ইনিংসে এক হাজার রান করেছিলেন। অজি ক্যাপ্টেন ফিঞ্চের এক হাজার রান করতে লেগেছিল ৩২টি ইনিংস। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৬টি ইনিংসে এক হাজার রান করেছিলেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের থেকে এই নিয়ে দুটি রেকর্ড কেড়ে নিলেন বাবর। টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে দু’হাজার রান করার রেকর্ডও বাবরের দখলে। টি-২০ তে ৫২টি ইনিংস খেলে ২০০০ রান সংগ্রহকারী ব্যাটারদের দলে নাম লিখিয়েছেন বাবর। ৫৬টি ইনিংসে এই মাইলস্টোন গড়েছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচ দেখার জন্য আফগান তাণ্ডব, তদন্তের নির্দেশ