T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে আমরাই জিতব, বলছেন বাবর আজম

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 14, 2021 | 5:19 PM

আমিরশাহি একটা সময় দ্বিতীয় হোম ছিল পাকিস্তান (Pakistan) টিমের। এখানকার পিচ সম্পর্কে খুব ভালো ভাবে জানেন পাক ক্রিকেটাররা। আমিরশাহিতে খেলা শেষ ৬টা টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান হারেওনি। বিশ্বকাপে (T20 World Cup) এই অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে, এমনই মনে করছেন পাক অধিনায়ক।

T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে আমরাই জিতব, বলছেন বাবর আজম
নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী পাক অধিনায়ক। সৌ: টুইটার

Follow Us

দুবাই‌: ২৪ অক্টোবর ক্রিকেট তো বটেই খেলার দুনিয়ায় সবচেয়ে বড় ম্যাচ। ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)। এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়াতে শুরু করে দিয়েছে। প্রাক্তনরা নেমে পড়েছেন বাগ্‌যুদ্ধে। তেমনই দুই শিবির থেকে পাল্টা চাপ তৈরির খেলাও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে পাকিস্তানের (Pakistan) ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam) বলে দিলেন, বিরাট কোহলির (Virat Kohli) ভারতের (India) বিরুদ্ধে জিতবে তাঁর পাকিস্তান টিমই।

আমিরশাহি একটা সময় দ্বিতীয় হোম ছিল পাকিস্তান টিমের। এখানকার পিচ সম্পর্কে খুব ভালো ভাবে জানেন পাক ক্রিকেটাররা। আমিরশাহিতে খেলা শেষ ৬টা টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান হারেওনি। এই অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে, এমনই মনে করছেন পাক অধিনায়ক।

বাবর বলেছেন, ‘আমিরশাহিতে আমরা গত ৩-৪ বছর ধরে নিয়মিত খেলছি। এখানকার পরিবেশের সঙ্গে আমরা দারুণ ভাবে ওয়াকিবহাল। পিচ কেমন হয়, সেটা যেমন জানি, তেমনই এটাও জানা আছে যে, এই পিচে কী ভাবে ব্যাট করতে হয়। এই রকম উইকেটে যে ভালো খেলবে, সেই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করেন, কে জিতবে, তা হলে বলব, ভারতকে হারানোর ক্ষমতা রাখে পাকিস্তান।’

বিশ্বকাপের আসরে পাকিস্তান কখনও জেতেনি। সে ওয়ান ডে হোক আর টি-টোয়েন্টি। অতীত নিয়ে মাথা ঘামাতে চান না বাবর। তাঁর বরং মনে হচ্ছে, এখান থেকেই পাকিস্তানের জয়যাত্রা শুর হবে। বাবরের যুক্তি, ‘এই রকম একটা ম্যাচে কেমন চাপ থাকে, খুব ভালো করেই জানি। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচই যদি এমন হয়। কিন্তু ছন্দ যদি খুঁজতে হয়, তা হলে এই সব ম্যাচ জিততে হবে। আশা করি আমরা সেটা করে দেখাতে পারব। আর টিমের যা মানসিকতা আর আত্মবিশ্বাস, তাতে আমরা কিন্তু অতীত নিয়ে ভাবছি না। আমার বিশ্বাস, ওই দিন আমরা সেরা ক্রিকেটটাই খেলতে পারব।’

বাবরের পাকিস্তান টিমে তারুণ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে অভিজ্ঞতা। সরফরাজ আহমেদ, শোয়েব মালিকদের টিমে ফেরানো হয়েছে। যা নিয়ে বাবরের স্পষ্ট বক্তব্য, ‘আমাদের টিমটাই বাছা হয়েছে টি-টোয়েন্টি লিগের মধ্যে দিয়ে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে, এমন প্লেয়ার যেমন আছে, তেমনই একেবারে নতুন মুখও কিছু আছে। এটাই টিমের ভারসাম্য বাড়িয়ে দিয়েছে।’

পাকিস্তান বিশ্বকাপের সময় ম্যাথু হেডেন, ভেরন ফিল্যান্ডারের মতো প্রাক্তন প্লেয়ারদের পাচ্ছে, যাঁরা ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাজ করবেন। বাবর বলছেন, ‘এঁদের মতো অভিজ্ঞ লোক টিমের সঙ্গে থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে এঁদের কাছ থেকে দ্রুত শিখে নেওয়ার সুযোগ পাওয়া যায়। ফিল্যান্ডার ইতিমধ্যেই বোলারদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।’

 

আরও পড়ুন : T20 World Cup 2021: আবার ফিরল ‘মওকা মওকা’

Next Article