T20 World Cup 2021: আবার ফিরল ‘মওকা মওকা’

১৭ অক্টোবর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ২৪ অক্টোবর মুখোমুখি ভারত-পাকিস্তান (Ind vs Pak)।

T20 World Cup 2021: আবার ফিরল 'মওকা মওকা'
এবারও পাক সমর্থকদের প্রত্যাশা পূরণের আশা দেখছেন না বিশেষজ্ঞারা। সৌ: সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2021 | 3:07 PM

মুম্বই: গত কয়েকটি বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই মউকা মউকার (Mauka Mauka) সুর। গোটা দুনিয়ার তামাম ক্রিকেট ভক্তরা মেতেছিলেন বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের এই বিজ্ঞাপনে (advertisement)। আবার একটা টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। আবার ভারত পাকিস্তান (Ind vs Pak) ক্রিকেট। তাই আবার মউকা মউকা। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপণ রিলিজ করেছে ১৪ অক্টোবর। আর তাতে মাত ক্রিকেট বিশ্ব।

১৭ অক্টোবর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই দেশেই প্রথম ম্যাচ। ২০১৯ বিশ্বকাপের পর আবার ভআরত-পাক ক্রিকেট দ্বৈরথ। সেটাকে মাথায় রেখেই তৈরি হয়েছে নতুন বিজ্ঞাপণ।

কি আছে নতুন মউকা মউকায়? দেখানো হয়েছে পাকিস্তানের ক্রিকেট সমর্থক দুবাইয়ের শপিং মলে গিয়েছেন নতুন টিভি কিনতে। দোকানের মালিক ভারতীয়। বিশ্বকাপের কথা উঠতেই মজার ছলে কাঁটা ঘায়ে নুনের ছিটে দিতে ভোলেননি তিনি। আর সেটাই এবারের আকর্ষণ। পাকিস্তান সমর্থক চেয়েছিলেন একটি নতুন টিভি। কিন্তু দোকানের সেলসম্যান এক সঙ্গে নিয়ে এলেন দুটি টিভি। কারণ, সোশ্যাল মিডিয়ায় এর আগে দেখা গেছে পাকিস্তান সমর্থকরা ভারতের কাছে হারের জ্বালা মেটাতে টিভি সেটটাই ভেঙে ফেলেছেন। সেই স্মৃতি মনে করিয়ে দুটি টিভি। বিক্রিতার উক্তি বাই ওয়ান ব্রেক ওয়ান ফ্রি।

 

 

ভারত-পাকিস্তান ক্রিকেট ২২ গজে শুরু হওয়ার আগে উন্মাদনা শুরু হয়েছে গেছে। ইতিমধ্যেই পাকিস্তান দলে নিয়ে একাধিক ডামাডোল। শেষ পর্যায়ে এসে দলে অভিজ্ঞতা সঞ্চার করতে শোয়েব মালিক, সরফারাজ আহমেদ সহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পাক বোর্ডকে এক সংস্থা প্রস্তাব দিয়েছে, ভারতকে হারাতে পারলেই ব্ল্যাঙ্ক চেক পাবে পিসিবি।

বিশ্বকাপ শুরুর আগে জার্সি বিতর্কেও জড়িয়েছে পাকিস্তান। দুবাইয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও আয়োজক ভারত। অথচ পাকিস্তানের বিশ্বকাপ জার্সিতে ভারতের বদলে ইউএই খেলা।

 

আরও পড়ুন : T20 World Cup 2021: অক্ষরের বদলে বিশ্বকাপ টিমে ঢুকে পড়লেন শার্দূল