T20 World Cup 2022: বিশ্বকাপ অভিষেকেই অর্শদীপের কামাল, ভারতের টার্গেট ১৬০

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 23, 2022 | 3:36 PM

প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। জয় দিয়ে কাপ যাত্রা শুরু করতে হলে ভারতকে তুলতে হবে ১২০ বলে ১৬০ রান।

T20 World Cup 2022: বিশ্বকাপ অভিষেকেই অর্শদীপের কামাল, ভারতের টার্গেট ১৬০
মেলবোর্নে মেন ইন ব্লুর উচ্ছ্বাস
Image Credit source: BCCI Twitter

Follow Us

মেলবোর্ন: জমজমাট মেলবোর্ন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) আজ মেলবোর্নে চলছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। গত বারের টি২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি চায় না ভারত। টস ভাগ্য সঙ্গ দেওয়ায় বাবর আজমের পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। জয় দিয়ে কাপ যাত্রা শুরু করতে হলে ভারতকে তুলতে হবে ১২০ বলে ১৬০ রান। পাকিস্তানের ইনিংসের বিবরণ তুলে ধরল TV9Bangla

আজ টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছে অর্শদীপ সিংয়ের। মেলবোর্নে এক লক্ষেরও বেশি দর্শকের সামনে স্নায়ুর চাপ দারুণ ভাবে সামলে নিলেন অর্শদীপ। দেখে মনেই হল না, তিনি প্রথম বার বিশ্বকাপের মঞ্চে নামলেন। প্রথম স্পেলেই বাজিমাত পঞ্জাবের ছেলের। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অর্শদীপ তুলে নেন পাক অধিনায়ক বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট। গোল্ডেন ডাক হয়ে মাঠ ছাড়েন গ্রিন আর্মির নেতা। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধার চেষ্টা করেন শান মাসুদ ও মহম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে জমাট হতে দেননি অর্শদীপ। নিজের দ্বিতীয় ওভারে ছাপ ফেলতে ভোলেননি অর্শদীপ। চতুর্থ ওভারের শেষ বলে পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেন অর্শদীপ। ১২ বলে ৪ করে মাঠ ছাড়েন রিজওয়ান।

জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শান মাসুদ ও ইফতিখার আহমেদ। এই জুটিকে দীর্ঘক্ষণ টলাতে পারেননি ভারতের বোলাররা। ৫০ বলে ৭৪ রান ওঠে শান-ইফতিখার জুটিতে। ইনিংসের মাঝপথে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৬০। ১৩তম ওভারের দ্বিতীয় বলে উইকেট প্রাপ্তি মহম্মদ সামির। ফর্মে থাকা ইফতিখারকে (৫১) ফেরান সামি। একুশের টি২০ বিশ্বকাপের পর, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দারুণ কামব্যাক বাংলার পেসারের। ইফতিখারের উইকেট ভারতীয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

এরপর গ্রিন আর্মির চতুর্থ, পঞ্চম জুটি ভারতীয় বোলারদের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাবরের দল। ১৪তম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রথমে শাদাব খান (৫) এবং ওভারের শেষ বলে হায়দার আলির (২) উইকেট তুলে নেন হার্দিক। এরপর ১৬ ওভারের মাথায় মহম্মদ নওয়াজের (৯) উইকেট তুলে নেন হার্দিক।

মেলবোর্নে মাত করলেন অর্শদীপ। দ্বিতীয় স্পেলেও উইকেট পেলেন তিনি। আসিফ আলি (২)-কে প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপ। অষ্টম উইকেটে দলের জন্য কিছুটা রান তুলে দেন শান-শাহিন জুটি। তিন নম্বরে নামা শান দেখতে দেখতে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির (১৬) উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। শেষ অবধি ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে পাকিস্তান। ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান। তাঁর সঙ্গে ৬ রানে অপরাজিত হ্যারিস রউফ।

Next Article