Babar Azam: বিশ্বকাপের আগে সিংহাসন ফিরে পেলেন বাবর আজম

Mar 31, 2024 | 12:37 PM

Pakistan Cricket: ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়েন বাবর আজম। তারপর টি-২০ ফর্ম্যাটের নেতা বানানো হয় শাহিন শাহ আফ্রিদিকে। এবং পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় শান মাসুদকে। এ বার ফেরা যাক বর্তমানে। মার্চের শেষদিন পাক ক্রিকেটে ফের পরিবর্তন।

Babar Azam: বিশ্বকাপের আগে সিংহাসন ফিরে পেলেন বাবর আজম
বিশ্বকাপের আগে সিংহাসন ফিরে পেলেন বাবর আজম
Image Credit source: X

Follow Us

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ৩১ মার্চ। তারিখ নিয়ে কোনও সমস্যা নেই। একটু ফিরে যাওয়া যাক ২০২৩ সালের নভেম্বরে। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়েন বাবর আজম। তারপর টি-২০ ফর্ম্যাটের নেতা বানানো হয় শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi)। এবং পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় শান মাসুদকে। এ বার ফেরা যাক বর্তমানে। মার্চের শেষদিন পাক ক্রিকেটে (Pakistan Cricket) ফের পরিবর্তন। পাঁচ মাস পর আবার পাকিস্তানের ক্যাপ্টেনের আসনে বসলেন বাবর আজম (Babar Azam)।

রবিবার সকাল সকাল বড় ধামাকা হয়েছে পাক ক্রিকেটে। বাবর আজম আবার ফিরেছেন সিংহাসনে। এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের ওডিআই এবং টি-২০ ফর্ম্যাটের ক্যাপ্টেনের দায়িত্ব ফেরানো হল বাবর আজমকে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে শোনা যাচ্ছিল ক্যাপ্টেন্সি হাতছাড়া হচ্ছে শাহিন আফ্রিদির, সেটাই সত্যি হল। পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে পিসিবির পক্ষ থেকে এখন কিছু জানানো হয়নি।

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সাইট X এ রবিবার সকাল ১০.২৭ মিনিটে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে কথা বলতে দেখা যায় বাবর আজমকে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘বাবর আজমকে সাদা বলের অধিনায়ক করা হল। পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর, চেয়ারম্যান পিসিবি মহসিন নকভি বাবর আজমকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের (ওডিআই এবং টি-টোয়েন্টি) অধিনায়ক নিযুক্ত করেছেন।

এ বারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সফর শুরু হচ্ছে ৬ জুন। নিউ ইয়র্কের বিরুদ্ধে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে নামবে। তারপর ৯ জুন নিউ ইয়র্কে হবে ভারত-পাক মহারণ।

Next Article