সোশ্যাল মিডিয়ায় কতকিছুই না ট্রেন্ডিং হয়। আর সেই ট্রেন্ডে গা ভাসান অনেকেই। কখনও বিজ্ঞাপনেও ব্যবহার হয়। ক্রীড়াবিদরা এমন মজার মুহূর্তে জড়িয়ে পড়েন। এক মছলি পানি মে গয়ি, ছাপাক। দো মছলি পানি পে গয়ি…। হঠাৎ এই প্রসঙ্গ! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচ। যদিও সেটা হোমে নয়। শুরুতে হোম ম্যাচ বিশাখাপত্তনমে খেলছে। আর এই শহর সমুদ্র-পাহাড় দুই রয়েছে। এর সঙ্গেও কি মছলি-পানির সম্পর্ক রয়েছে!
তেমন কিছুই না। দিল্লি ক্যাপিটালস প্রথম দুটি ম্যাচেই হেরেছে। অন্য দিকে, চেন্নাই সুপার কিংস প্রথম দুটি ম্যাচই খেলেছে ঘরের মাঠে। দুটোতেই জিতেছে। জয়ের হ্যাটট্রিকেই নজর চেন্নাই সুপার কিংসের। তার আগে চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো রয়েছে। যেখানে ট্রেন্ডে গা ভাসিয়েছেন চেন্নাই সুপার কিংস অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও সিনিয়র ব্যাটার অজিঙ্ক রাহানে। বিজ্ঞাপনী প্রচারের জন্য হলেও এই ভিডিয়ো মজার। সেখানে ‘দো মছলিতেই’ থেমেছেন জাড্ডুরা।
মরসুমের তৃতীয় ম্যাচে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ম্যাচের জায়গায় মছলি ধরা যাক! তৃতীয় ম্যাচ জিতে ছপাক বা বলা ভালো জয়ের হ্যাটট্রিকেই নজর চেন্নাই সুপার কিংসের। দিল্লি ক্যাপিটালসের পরিস্থিতি অন্য। দলে একাধিক চোট আঘাত। আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থের। শুরুটা একেবারেই ভালো হয়নি। টানা দু-ম্যাচে হার। দুটিই অ্যাওয়ে ম্যাচ। আজ হোম ম্যাচ হলেও হোমে নয়। প্রতিপক্ষ সিএসকে বিধ্বংসী ফর্মে।
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচকে গুরু-শিষ্যর ম্যাচও বলা যায়। দিল্লির ক্যাপ্টেন ঋষভ। চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেও লিডার মহেন্দ্র সিং ধোনিই। আর ঋষভ পন্থ ও মহেন্দ্র সিং ধোনির সু-সম্পর্ক কারও অজানা নয়। মাহিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন ঋষভ। তেমনই ঋষভকে প্রচণ্ড স্নেহ করেন মাহিও। আরও একবার ক্রিকেট মাঠে দেখা যাবে গুরু-শীষ্যকে। ক্রিকেট প্রেমীদের কাছে এই ম্যাচ অনেক দিক থেকেই আকর্ষণীয়।