ব্যাটিং তান্ডব কাকে বলে? এ মরসুমে সেটা দেখিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হার দিয়ে অভিযান করেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও শেষ মুহূর্ত অবধি লড়াই করেছে। বিধ্বংসী ব্যাটিং করেছেন হেনরিখ ক্লাসেন। শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে তাঁদের ব্যাটিং তান্ডব দেখেছে ইডেন গার্ডেন্স। সেখানেই শেষ নয়।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল ২৬৩-৫। সেই ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই রেকর্ড গড়েছিল। এ বার ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে আরসিবির রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স। ২৭৭ রান করেছে তারা। এই ইনিংসে মিলিত অবদান ছিল। ওপেনিংয়ে ট্রাভিস হেডের বিধ্বংসী ইনিংস। সানরাইজার্সের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেন তরুণ ব্য়াটার অভিষেক শর্মা। এইডেন মার্কব়্যাম এবং হেনরিখ ক্লাসেন শেষ দিকে অনবদ্য ব্যাটিং করেন। তাদের বিরুদ্ধে দিনের আলোয় অ্যাসিড টেস্ট গুজরাট টাইটান্সের।
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল গুজরাট টাইটান্স। যদিও তাঁদের ব্যাটিং বিভাগ নজর কাড়তে ব্যর্থ। স্লগ ওভারে বোলারদের পারফরম্যান্সেই জয়ের স্বাদ পেয়েছিল টাইটান্স। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরেছে গুজরাট টাইটান্স। এর অন্যতম কারণ ব্যাটিং। ক্যাপ্টেন শুভমন গিল ও আর এক ওপেনার ঋদ্ধিমান সাহা পাওয়ার প্লে-তে কিছুটা অবদান রাখছেন। যদিও মিডল অর্ডারে ডেভিড মিলারের অফ ফর্ম গুজরাট টাইটান্সের সবচেয়ে চিন্তার বিষয়। এরকম অবস্থায় সানরাইজার্সের মতো বিধ্বংসী দলের বিরুদ্ধে নামা অ্যাসিড টেস্ট ছাড়া আর কীই বা বলা যায়!
গুজরাট টাইটান্স ও সানরাইজার্স দু-দলই প্রথম ম্যাচদুটি খেলেছে রাতে। আইপিএলে আজ ডাবল হেডার। এই ম্যাচটি দিনে। আমেদাবাদ গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড হলেও এ মরসুমে প্রথম দিনের বেলার ম্যাচে অ্যাডভান্টেজ রাখা যাচ্ছে না। তবে ঘুরে দাঁড়াতে হলে, ব্যাটিং বিভাগকে জ্বলে উঠতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই।