AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: ‘ভারতকে হারিয়ে অতীতের রেকর্ড ভাঙতে চাই’, হুঙ্কার বাবরের

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে হারের রেকর্ড- রেকর্ড তৈরি হয়েছে ভাঙার জন্য। আমরা প্রস্তুত ভারতকে হারিয়ে পুরনো রেকর্ড ভাঙতে। যদি পরিকল্পনা মাফিক খেলতে পারি, তাহলে পিছনে তাকানোর দরকার নেই। সহজ ভাবে ভাবছি আমরা বিষয়টাকে।

T20 World Cup 2021: 'ভারতকে হারিয়ে অতীতের রেকর্ড ভাঙতে চাই', হুঙ্কার বাবরের
বাবর আজম। ছবি:l টুইটার
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 4:09 PM
Share

দুবাই: বিশ্বকাপের আসরে ভারতের সামনে যতবার পড়েছে, ততবারই সঙ্গী থেকেছে ব্যর্থতা। ৫০ ওভারের বিশ্বকাপে ৭ বার আর ২০ ওভারের বিশ্বকাপে ৫ বারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান (Pakistan)। বিরাটদের (Virat Kohli) বিরুদ্ধে লড়াইটা কঠিন। তবে আত্মবিশ্বাসে ভরপুর বাবর আজমরা (Babar Azam)। ভারতের বিরুদ্ধে নামার ২৪ ঘণ্টা আগে ১২ জনের দল তৈরি পাকিস্তানের। ম্যাচের দিন সেখান থেকে বেছে নেবে চূড়ান্ত এগারো।

সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বাবর আজমের বক্তব্য-

চাপের ম্যাচ- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলেছি। বিশ্বকাপেও ভারতকে সামনে থেকে দেখেছি। তাই কোনও চাপ নেই। অন্যান্য ম্যাচের মতোই দেখছি।

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে হারের রেকর্ড- রেকর্ড তৈরি হয়েছে ভাঙার জন্য। আমরা প্রস্তুত ভারতকে হারিয়ে পুরনো রেকর্ড ভাঙতে। যদি পরিকল্পনা মাফিক খেলতে পারি, তাহলে পিছনে তাকানোর দরকার নেই। সহজ ভাবে ভাবছি আমরা বিষয়টাকে।

বুমরার বোলিং- বোলিং আমাদের শক্তি। আমাদের বোলিং শক্তিতে ভর করেই আমরা ম্যাচ জিতেছি অনেক বার। ওদেরও বোলিং শক্তি ধারাল। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, আমি বোলারকে দেখে বল খেলি না। নিজের ব্যাটিংয়েই মনোনিবেশ করি।

ইমরান খানের বার্তা- না, এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে কোনও বার্তা আসেনি। তবে বিশ্বকাপ খেলতে আসার আগে ১৯৯২ বিশ্বকাপের অভিজ্ঞতা উনি শেয়ার করেছিলেন।

ভারতকে হারানোর টোটকা কী হতে পারে? অতীত নিয়ে ভাবছি না। সামনের দিকেই তাকাচ্ছি। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি ভারতকে হারানোর জন্য।

রামিজ রাজার বার্তা- ম্যাচে ফোকাস করার বার্তা দিয়েছেন। নিজেদের ১০০ শতাংশ দেওয়ার কথা বলেছেন উনি।

শক্তি- ব্যাটিংই হচ্ছে আমাদের শক্তি। বিশ্বকাপের জন্য আমরা ভালো প্রস্তুতি হয়েছে। ব্যাটিং শক্তিকে কাজে লাগিয়েই ম্যাচ জিততে তৈরি।

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘২ ওভার বল করার মতো ফিট হার্দিক’, মহাযুদ্ধের আগে ঘোষণা বিরাটের