সঞ্জয় মঞ্জরেকর এবং ফের একটা বিতর্ক। অতীতে বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজাকে নিয়ে মন্তব্যে নানা বিতর্কে জড়িয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। এ বারের আইপিএলেও বিতর্ক হয়েছে। নতুন করে তাঁর মন্তব্যে বিতর্ক। রাজস্থান রয়্যালস বনাম আরসিবি ম্যাচে টসের সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। সে সময়ই তাঁর মন্তব্য অনেককে আঘাত করেছে বলা যায়।
ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজস্থান রয়্যালস। পুরোপুরি গোলাপি জার্সিতে খেলছেন সঞ্জু স্যামসনরা। এর কারণও রয়েছে। নারীদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজস্থান রয়্যালস। টসের সময় প্রতিপক্ষ ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসির হাতে সোলার লাইট তুলে দেন সঞ্জু স্যামসন। রাজস্থান অধিনায়কের হাতে সৌরবিদ্যুৎ প্যানেল তুলে দেন রাজস্থানের এক মহিলা। রাজস্থানের নারীদের সম্মানে যেমন পুরোপুরি গোলাপি জার্সি তেমনই আরও একটা বিশেষ দায়িত্ব নিয়েছে রাজস্থান রয়্যালস টিম।
ম্যাচে ছয়ের সংখ্যা অনুযায়ী রাজস্থানের ছ’টি বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হবে টিমের পক্ষ থেকে। এমন সামাজিক দায়বদ্ধতার উদ্যোগই নিয়েছে রাজস্থান রয়্যালস। এটা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বলার অপেক্ষা রাখে না। যদিও সেই মুহূর্তে সঞ্জয় মঞ্জরেকরের একটি মন্তব্য অস্বস্তি তৈরি করে। গোলাপি জার্সি এবং রাজস্থানের এই উদ্যোগ সম্পর্কে কিছুটা বলেই মঞ্জরেকর মন্তব্য করেন, ‘এ বার সিরিয়াস বিষয়ে আসি।’
এই মন্তব্যেই বিতর্ক। অর্থাৎ আগে যা কিছু হচ্ছিল, সেই সামাজিক উদ্যোগ বা রাজস্থান রয়্যালস নারীদের সম্মান জানাতে পিঙ্ক প্রমিস করেছে, সেগুলো কি সিরিয়াস বিষয় বলে মনে করেন না তিনি? তাঁর কাছে কি সেগুলো তুচ্ছ বিষয় বলেই মনে হয়েছে? না হলে একটা বিষয় পরিবর্তনের সময় এমন মন্তব্যের কারণ কী?
ক-দিন আগেই ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স মরসুমের প্রথম ম্যাচে নেমেছিল। আগের দু-ম্যাচের মতোই মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে বিদ্রুপ করছিলেন সমর্থকরা। রোহিতেকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করার পর থেকেই ক্ষুব্ধ সমর্থকরা। তা প্রকাশ পাচ্ছে নানা ভাবে। টিম হারায় আরও অস্বস্তি বাড়ছে। মুম্বইয়েও টসের সময় হার্দিককে নিয়ে সমর্থকরা আওয়াজ তুলতেই মঞ্জরেকর মন্তব্য করেন, ‘আচরণ’ ঠিক করার জন্য। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সমর্থকদের এমন কথা তিনি কেন বলতে গেলেন? এই প্রশ্নও উঠেছে।