মুম্বইঃ করোনার জেরে চলতি বছর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। একের পর এক ক্রিকেটারদের সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। অবশেষে আগামি মাসে আবার শুরু হতে চলেছে টুর্নামেন্ট। আর শুরু হওয়ার মুখে করোনা সংক্রমণ ঠেকাতে নয়া বিধি চালু করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এবার বল নিয়ে নতুন নিয়ম চালু করছে বোর্ড।
এবার কোনও বল যদি ব্যাটসম্যান ওভার বাউন্ডারিতে গ্যালারিতে পাঠান বা স্টেডিয়াম পার করে দেন তবে সেই বল নিয়ে এসে আবার খেলা শুরু করা যাবেনা। বল থেকে সংক্রমণের সম্ভাবণা কম। পরীক্ষায় এমনই পাওয়া গিয়েছে। তবে সেটুকু ঝুঁকিও নিতে নারাজ বিসিসিআই। তাঁরা নিয়ম করেছে, বল গ্যালারিতে পৌঁছালে বা স্টেডিয়াম ছাড়ালে ফিল্ড আম্পায়ারকে সঙ্গে সঙ্গে বল পরিবর্তন করতে হবে। নতুন বল দিতে হবে বোলারের হাতে। আর যেই বলটি গ্যালারিতে বা স্টেডিয়ামের বাইরে গিয়েছিল, তা স্যানিটাইজ করা হবে সঠিকভাবে। জায়গা পাবে বল লাইব্রেরিতে।
এই নিয়ম করে সংক্রমণ ঠেকাতে উদ্যোগী আইপিএল গভর্নিং কাউন্সিল। মরুশহরে আগামি মাসে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতার মাঝে ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলও করতে নারাজ বোর্ড। যেই ভুল থেকে করোনা সংক্রমণের মত মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে ক্রিকেটারদের মধ্যে। করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে আরও কঠিন হতে চাইছে বোর্ড।