ফের ব্যাঘ্র গর্জন, অজিরা অস্তাচলে

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 10, 2021 | 12:06 PM

  সোমবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ রান করেন মহম্মদ নঈম। ২টি করে উইকেট পেয়েছেন ড্যান ক্রিশ্চিয়ান ও এলিসের। ১১ রান করেন শাকিব আল হাসান।

ফের ব্যাঘ্র গর্জন, অজিরা অস্তাচলে
ফের ব্যাঘ্র গর্জন

Follow Us

ঢাকাঃ একি হল অস্ট্রেলিয়ার! বাংলাদেশের বিরুদ্ধে উড়ে গেল ক্যাঙারু ব্রিগেড। ৪-১ ফলে টি২০ সিরিজ হেরে লজ্জার হার অস্ট্রেলিয়া ক্রিকেটে। আর সোমবার ঢাকায় শোনা গেল তীব্র ব্যাঘ্র গর্জন। বাংলাদেশের ১২২ রানের জবাবে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া।  ইতিহাস তৈরি শাকিব আল হাসানের।

সোমবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ রান করেন মহম্মদ নঈম। ২টি করে উইকেট পেয়েছেন ড্যান ক্রিশ্চিয়ান ও এলিসের। ১১ রান করেন শাকিব আল হাসান। কম রানে বেঁধে রাখলেও বাংলাদেশ বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। শাকিব আল হাসান ও সঈফুদ্দিনের বোললিং দাপটে মাত্র ৬২ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস।  সর্বোচ্চ ২২ রান অধিনায়ক ম্যাথু ওয়েডের।৯ জন ব্যাটসম্য়ান ২ অঙ্কের রানেও পৌঁছতে পারেনি। ৪ উইকেট শাকিব আল হাসানের। ৩ উইকেট সঈফুদ্দিনের।

এদিন নজির গড়েন শাকিব আল হাসান। টি২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ হাজার রান ও ১০০ উইকেট পাওয়ার নজির গড়েন শাকিব। কয়েকদিন আগেই ঘরোয়া ক্রিকেটে বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। সেই বিতর্ক অতীত করে শাকিব চলতি সিরিজে দুরন্ত ফর্মে।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ৪-১ ফলে জিতল বাংলাদেশ।

Next Article