IPL 2021: আইপিএলে আছেন উইলিয়ামসন-বোল্টরা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 10, 2021 | 2:56 PM

 সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর খেলায় কোনও বাধা রইল না। বাধা রইল না মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট, আরসিবির কাইল জেমিসন, কেকেআরের নকি ফার্গুসনদের খেলাতেও।

IPL 2021: আইপিএলে আছেন উইলিয়ামসন-বোল্টরা
আইপিএলে আসছেন কিউই তারকারা

Follow Us

ওয়েলিংটন: ইংল্যান্ডের পর এ বার নিউজিল্যান্ড। স্বস্তি ভারতীয় ক্রিকেট বোর্ডে। আইপিএল ১৪-র দ্বিতীয় পর্বে শুরু থেকেই দেখা যাবে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের। প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকে মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার সবুজ সংকেত দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি ৩১টি ম্যাচেও জৌলুস কমছে না।

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর খেলায় কোনও বাধা রইল না। বাধা রইল না মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট, আরসিবির কাইল জেমিসন, কেকেআরের নকি ফার্গুসনদের খেলাতেও। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ আর পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। কিউই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ দিন জানানো হয়, টম লাথামের নেতৃত্বে বাংলাদেশ আর পাকিস্তানে খেলতে যাবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে ২৩ আগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তারপরেই ১৭ সেপ্টেম্বর থেকে পাক সফরে ৩টে একদিনের ম্যাচ আর ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে আছেন রস টেলর।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব। আইপিএল শেষের পরই আমিরশাহি আর ওমানে টি-২০ বিশ্বকাপের আসর। ফলে আইপিএল খেলেই বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে যাবেন অধিনায়ক উইলিয়ামসন, বোল্ট, জেমিসনরা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই আইপিএলে উইলিয়ামসনদের খেলতে পাঠাচ্ছে কিউই ক্রিকেট বোর্ড।

২০০২ সালের পর ফের পাক সফরে যাচ্ছেন কিউইরা। সে বার করাচিতে নিউজিল্যান্ড টিম হোটেলের বাইরে বিস্ফোরণ হয়। দ্বিতীয় টেস্ট শুরুর দিনেই সেই বিস্ফোরণের ঘটনায় ১৪ জন মারা যান। মাঝপথেই সিরিজ বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড।

Next Article