অ্যাডিলেড: অ্যাডিলেড ওভালে এক টানটান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত (India vs Bangladesh)। এই ম্যাচ জিতে রোহিত শর্মারা সেমিফাইনালের দিকে অনেকটা পা বাড়িয়ে রাখলেন। লোকেশ রাহুলের রানে ফেরা, বিরাট কোহলির ক্লাস ইনিংস, লিটন দাসের ধুন্ধুমার ব্যাটিং, বৃষ্টি, নো বল। সব মিলিয়ে ঘটনাবহুল টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারত-বাংলাদেশ ম্যাচ। তার উপর ভারতের দিকে ‘বিরাট’ অভিযোগ এনেছে সাকিব আল হাসানের দল। অভিযোগ, ম্যাচ চলাকালীন বিরাট কোহলি ‘ফেক ফিল্ডিং’ করেছেন। আম্পায়াররা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। অনফিল্ড আম্পায়াররা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে ভারতের ৫ রান পেনাল্টি হত। ভারত ম্যাচ জিতেছে ৫ রানে। বাংলাদেশের দাবি, ভারতের ৫ রানের পেনাল্টি হলে জিতে যেত তারা। কী ঘটেছিল, তুলে ধরল TV9 Bangla।
ম্যাচের পর কোহলির দিকে ‘ফেক ফিল্ডিং’ করার আঙুল তোলেন বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান। তবে ঘটনাটি ম্যাচের কোনসময় ঘটেছে তা স্পষ্ট করে বলতে পারেননি নুরুল। ঘটনার পরপরই তিনি আম্পায়ারের কাছে গিয়ে এই নিয়ে অভিযোগ জানান, যদিও অনফিল্ড আম্পায়াররা সেদিকে কান দেননি। আম্পায়ার জানিয়ে দেন, তাঁদের চোখে এমন কিছু পড়েনি। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসও বিষয়টি দেখেননি। নুরুলের অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃষ্টি আসার আগের মুহূর্ত সেটি। ম্যাচের সপ্তম ওভারে অক্ষর প্যাটেলের দ্বিতীয় বলটি থার্ডম্যানের দিকে পাঠিয়ে দুই রানের জন্য দৌড়ান শান্ত ও লিটন। থার্ডম্যান থেকে বল উইকেটকিপার দীনেশ কার্তিকের দিকে ছোঁড়েন অর্শদীপ সিং। বল সোজা কার্তিকের কাছে চলে আসে। সেইসময় কোহলিকে দেখা যায় বল কালেক্ট করে ছোঁড়ার ভান করতে। বলটি তাঁর আশেপাশেও ছিল না। যদিও ব্যাটার খুব সহজভাবেই রান নিয়েছেন। কোহলির অঙ্গভঙ্গিতে ব্যাটারের কোনওরকম চিত্তবিক্ষেপ ঘটেনি।
Dear @ICC it’s not fake fielding?
Shame on. ICC = Indian Cricket Council. pic.twitter.com/5I79hHwLFC— Mohammad Ridwan (@HridoyK28926987) November 2, 2022
ম্যাচের পর টাইগারদের উইকেটকিপার সংবাদমাধ্যমের সামনে আক্ষেপ করে বলেন, “বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হলে ম্যাচের ফলাফল অন্যরকম হত। ডিএলএস পদ্ধতিতে ভারত ৫ রানে জিতেছে। ফেক ফিল্ডিংয়ের জন্য ৫ রান পেনাল্টি হলে আমরা জিতে যেতাম। নিশ্চিতভাবে মাঠ ভেজা ছিল এবং ম্যাচে এর প্রভাব পড়ছিল। ফেক থ্রো আমার চোখে পড়ে। ৫ রানের পেনাল্টি হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যবশত সেটা হয়নি।”
ফেক ফিল্ডিংয়ের শাস্তির নিয়ম কী?
আইসিসির ৪১.৫ নিয়ম অনুসারে কোনও ব্যাটারের সঙ্গে ফেক ফিল্ডিংয়ের ঘটনা ঘটে থাকলে এটি নিয়মবিরুদ্ধ। আম্পায়ার বলটি ডেড বল ঘোষণা করতে পারেন এবং ফিল্ডিং করা দলটির ৫ রান কাটা যেতে পারে। সেক্ষেত্রে ৫ রান উপহার পাবে ব্যাটিং করা দলটি।