AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamim Iqbal: মাঝরাতে হঠাৎ ঘোষণা, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর তামিম ইকবালের

Tamim Iqbal Retires: আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওপেনিং ব্যাটার তামিম ইকবাল।

Tamim Iqbal: মাঝরাতে হঠাৎ ঘোষণা, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর তামিম ইকবালের
অবসর তামিমেরImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 10:44 AM
Share

ঢাকা: মধ্যরাতের ছোট্ট পোস্ট। “আন্তর্জাতিক টি-২০ থেকে আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।” টি-২০ বিশ্বকাপের আগে ফেসবুকে এই একটি লাইন লিখে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওপেনিং ব্যাটার তথা ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। কুড়ি বিশের ফরম্যাট থেকে ছয়মাসের বিরতি নিয়েছিলেন তিনি। তার মাঝেই হঠাৎ করে এই ঘোষণা। তামিমের সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের কেন তড়িঘড়ি অবসরের সিদ্ধান্ত তা অনেকেরই মাথায় ঢুকছে না।

শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে শেষ ম্যাচটি বাংলাদেশ জেতে চার উইকেটে। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে টুঁ শব্দটিও করেননি। তারপর মাঝরাতে হঠাৎই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভেসে ওঠে এক লাইনের ঘোষণা। শোনা যাচ্ছে, টেস্ট ফরম্যাটে মনোনিবেশ করার জন্যই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি।

 

২৭ জানুয়ারি থেকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-২০ থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময়সীমা পূর্ণ হয়নি। তবে ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে তাঁকে। বিরতির সময়সীমা পার হওয়ার আগেই টি-২০ ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ জানিয়ে দেবেন বলে স্পষ্ট করেছিলেন টাইগারদের বাঁ হাতি ওপেনিং ব্যাটার। কেরিয়ারে ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। গড় ২৪.০৮। রান সংগ্রহ ১৭৫৮। যার মধ্যে একটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। ২০২০ সালের মার্চ মাসে শেষবার বাংলাদেশের জার্সিতে টি-২০ ম্যাচ খেলেছিলেন তামিম।