ICC Women’s World Cup 2022: বিশ্বকাপে প্রথমবার নেমেই ২৩ বছর আগের ইতিহাস ছুঁলেন বাংলাদেশের মেয়েরা
২৩ বছর আগে এমনই এক বিশ্বকাপে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। সে বার ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ওয়াসিম খানের টিম। ২৩ বছর পর আর এক বাংলাদেশে চমকে গেল ক্রিকেট দুনিয়া।
হ্যামিল্টন: ২৩ বছর আগে এমনই এক বিশ্বকাপে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। সে বার ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ওয়াসিম খানের টিম। ২৩ বছর পর আর এক বাংলাদেশে চমকে গেল ক্রিকেট দুনিয়া। মেয়েদের বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) এই প্রথম খেলতে নেমেছেন নিরাগ সুলতানারা। কে জানত, অভিষেকেই সেই পাকিস্তানকে হারিয়ে দেবেন ফরগনা হকরা! ২৩৪-৭ তোলা বাংলাদেশের বিরুদ্ধে ২২৫-৯ এ শেষ বিসমা মারুফের পাকিস্তান। একঝাঁক রেকর্ড, দুরন্ত কিছু পারফরম্যান্স দিয়ে ঘেরা থাকল ম্যাচ। তার থেকেও বড় কথা হল, পাকিস্তানের সিদ্রা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশি বোলারদের দাপটে শেষ পর্যন্ত ৯ রানে হারতে হল পাকিস্তানকে।
ওয়ান ডে বিশ্বকাপে এই প্রথম পা দেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ২৩৪-৭ বাংলাদেশের এই ফর্ম্যাটে সবচেয়ে বড় স্কোর। ওপেনার শামিমা সুলতানা ১৭ রানে ফিরে গেলেও অন্য ওপেনার শ্রামিন আখতার ৪৪ করে ফিরে যান। তিন নম্বরে নেমে টিমের ভিত গড়ে দেন ফারগনা হক। ১১৫ বলে ৭১ রানের ইনিংস খেলে যান। ক্যাপ্টেন নিগার সুলতানা করেছেন ৪৬। পাকিস্তানের বাঁ হাতি স্পিনার নশরা সান্ধু ১০ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট।
Bangladesh beat Pakistan by 9 runs to win their first ever ICC Women's Cricket World Cup match ?#CWC22 pic.twitter.com/ktZkJXB7DX
— ICC (@ICC) March 14, 2022
২৩৫ তাড়া করতে নেমে পাকিস্তান কিন্তু শুরুতেই জয়ের রাস্তায় উঠে পড়েছিল। ওপেনার নাহিদা খান ৪৩ করে ফিরে গেলেও সিদ্রা আমিন দুরন্ত সেঞ্চুরি করেন। ১৪০ বলে ১০৪ রানের ইনিংসটার পরও পাক টিমকে ম্যাচটা হারতে হল। কারণ, মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যর্থতা। বিসমা মারুফ ৩১ করে ফেরার পরই ধস নামে। পরের দিকের কোনও ব্যাটারই রান দিতে পারেননি টিমকে। পাক টিমের মেরুদণ্ড ভাঙার কাজটা করেন ফাহিমা খাতুন। ওমাইমা সোহেল (১০), আলিয়া রিয়াজ (০) ও ফতিমা সানাকে (০) ফিরিয়ে যে ধাক্কা দিয়েছিলেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি পাকিস্তান। ৪৩তম ওভারে পর পর দু’বলে আলিয়া আর ফতিমাকে ফেরান ফাহিমা। সব মিলিয়ে ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। রুমানা আহমেদ নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।
বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা বলেছেন, ‘এই জয় শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারব না। এটা আমাদের প্রথম বিশ্বকাপ, আর তাতেই আমাদের প্রথম জয়। ইতিহাস তৈরি করেছি আমরা। হ্যামিল্টনে যে স্পিন কাজ করে, দুটো ম্যাচে দেখেছিলাম। আমার মনেই হয়েছিল, সালমা যদি ওর সেরাটা দিতে পারে, আমাদের কাজটা সহজ হয়ে যাবে।’ লেগস্পিনার ফাহিম খাতুনও বলছেন, ‘আমি যে কোনও পরিস্থিতিতে সেরা দেওয়ার চেষ্টা করি। চাপেও মধ্যেও টেনশনে পড়ি না। ঠিক জায়গায় বলটা রাখার চেষ্টা করেছিলাম। টিমকে সাফল্য দিতে পেরে ভালো লাগছে।’