AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Indies vs Bangladesh: ওয়েস্ট ইন্ডিজের ১০৮, ইংল্যান্ডের চেয়ে ২ কম

৩৫ ওভারের মধ্যে ২৮ ওভার করেছেন তিন স্পিনার মোসাদ্দেক, মেহদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। ৮ টি উইকেট স্পিনারদের দখলে।

West Indies vs Bangladesh: ওয়েস্ট ইন্ডিজের ১০৮, ইংল্যান্ডের চেয়ে ২ কম
সিরিজ জয়ের গ্রুপ ছবি বাংলাদেশের।Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 8:00 AM
Share

প্রভিডেন্স : ঘরের মাঠেই ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ইংল্যান্ডের চেয়েও খারাপ অবস্থা। ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজের শুরুর মতোই। ভারতীয় পেস আক্রমণের সামনে মাত্র ১১০ রানে অলআউট ইংল্য়ান্ড। জসপ্রীত বুমরা একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট মহম্মদ সামির। আরেকটি নেন প্রসিধ কৃষ্ণা। ইংল্য়ান্ডের সব উইকেটই ভারতীয় পেসারদের খাতায়। তেমনই স্পিনের সামনে ধরাশায়ী হল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দেশে ম্যাচ খেলছে নাকি এশিয়ার কোনও দেশে, বোঝা মুশকিল। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে মাত্র ১০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ!

প্রথম একদিনের ম্য়াচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল তারা। প্রথম ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩৫ ওভারে মাত্র ১০৮ রানেই অলআউট। বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করেন স্পিনার মোসাদ্দেক হোসেন। ৩৫ ওভারের মধ্যে ২৮ ওভার করেছেন তিন স্পিনার মোসাদ্দেক, মেহদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। ৮ টি উইকেট স্পিনারদের দখলে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে সর্বাধিক রান কিমো পলের অপরাজিত ২৪। মেহদি হাসান মিরাজ ২৯ রানে ৪ উইকেট নেন। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ ১০ ওভারে ৪টি মেডেন সহ ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। মোসাদ্দেক ১০ ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট।

রান তাড়ায় নাজমুল হোসেন শান্তর (২০) উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল অপরাজিত ৫০ এবং লিটন দাস অপরাজিত ৩২ রান করেন। ২০.৪ ওভারেই জয়ের লক্ষ্য পার করে বাংলাদেশ। ইনিংসে কোনও ওভার বাউন্ডারি নেই। তামিম ৭ টি এবং লিটন ৬টি বাউন্ডারি মারেন। এক ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জয় বাংলাদেশের।