কলকাতা: আইপিএল (IPL) আগে নাকি দেশ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় এই তত্ত্ব প্রতি মরসুমেই জোরাল হয়। এ বারের আইপিএলের সময়ও হয়েছিল। ভারতের কোটিপতি লিগে খেলার জন্য একাধিক ক্রিকেটার জাতীয় দলের ডিউটি পালন না করেই এ দেশে এসেছিলেন। কেউ কেউ ব্যাতিক্রমও ছিলেন। ১৬তম আইপিএলে খেলতে চেয়ে কয়েকজন বাংলাদেশী ক্রিকেটার সে দেশের বোর্ডের কাছে আবেদন করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটন দাস, সাকিব আল হাসানদের (Shakib Al Hasan) প্রথমে আইপিএলে খেলতে দেওয়ার অনুমতি দেয়নি। পরে যদিও অনুমতি পান সাকিবরা। কিন্তু সাকিব নিজে শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে যান। লিটন দাস (Litton Das) জাতীয় দলের খেলার ফাঁকে এসে কেকেআর শিবিরে যোগ দিলেও আইপিএলের মাঝপথে ফের ন্যাশানাল ডিউটির জন্য ফিরে যান। জাতীয় দলকে প্রাধান্য দিয়ে আইপিএলে খেলতে যাননি বলে এ বার বিসিবি পুরস্কার দিল সাকিব-লিটন-তাসকিনদের। কত টাকা পেলেন এই ত্রয়ী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদকে আর্থিক পুরস্কার দিয়েছে বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনের প্রধান জালাল ইউনুস সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট্ট একটা পদক্ষেপ। সাকিব-লিটনরা আইপিএলে খেলতে না পারায় তাঁদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে খানিক হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিঃস্বার্থ ভাবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হয়।
সাকিব আল হাসান কেকেআরের পুরনো সদস্য। আইপিএল শুরু হওয়ার শেষ মুহূর্তে তিনি নাইট শিবিরে যোগ দেবেন না বলে জানিয়ে দেয়। আর লিটন দাসের এটাই ছিল প্রথম আইপিএল। তাই তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু ১ ম্যাচ খেলেই দেশে ফিরে যান। অন্যদিকে তাসকিন আহমেদের কাছে ২০২২ সালের আইপিএলে খেলার সুযোগ ছিল। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তিনি আইপিএলে খেলতে যাননি। তাই এই বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের আগে দেশকে প্রাধান্য দেওয়ায় বিসিবি তাঁদের পুরস্কার দিয়েছে। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশি মুদ্রায় সাকিব-লিটন-তাসকিনদের মোট ৭০ লক্ষ ৫১ হাজার ২৮২ টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। আর লিটন ও তাসকিন পেয়েছেন প্রায় সমপরিমাণ অর্থ। এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কয়েকটি ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁকে দিল্লি আইপিএলের নিলামের আগেই রিটেন করে রেখেছিল। তাই তাঁকে ক্ষতিপূরণ স্বরূপ কোনও অর্থ দেয়নি বিসিবি।