ধরমশালা: আইসিসি ক্রমতালিকা, কাগজে-কলমে কোন দিল এগিয়ে, সব ভুলে যান। বর্তমান পরিস্থিতি! সেটাই আসল কথা। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। অন্য দিকে, নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আজ ‘চেনা মাঠে’ বাংলাদেশই যেন অ্যাডভান্টেজ। গত বারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ হেরে প্রবল চাপে। উল্টোদিকে মাঠের বাইরের নানা বিষয়ে অস্বস্তি ছিল বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততেই দলের মধ্যে একটা ফিল-গুড পরিস্থিতি। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেটা ধরে রাখাই লক্ষ্য বাংলাদেশের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ম্যাচ ধরমশালাতেই খেলেছে বাংলাদেশ। এখানকার পিচ সাধারণত পেসারদের সহায়ক হয়। কিন্তু আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে অন্যচিত্র দেখা গিয়েছে। স্পিনারদের সামলাতে হিমসিম খায় আফগানিস্তান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান তিন উইকেট নেন। এ ছাড়া অফস্পিনার মেহদি হাসান মিরাজও তিন উইকেট নিয়েছেন। দুই বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন। মানসিক ভাবে এবং ধরমশালায় ইতিমধ্যেই এক ম্যাচ খেলায় কিছুটা হলেও এগিয়ে থাকবে বাংলাদেশ।
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড বিশ্বের অন্যতম বিধ্বংসী দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তাদের ব্যাটিং অনেককেই অবাক করেছে। বেন স্টোকস না থাকায় আরও বিপদে পড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ খেলার জন্যই অবসর ভেঙে ওয়ান ডে ক্রিকেটে ফিরেছেন স্টোকস। এই ম্যাচে তিনি ফিরবেন বলেই মনে করা হচ্ছে। মূল চিন্তা ইংল্যান্ডের ব্যাটিংই। শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ ইংল্যান্ড ব্যাটিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেট হয়ে কোনওরকমে ২৮০ পেরিয়েছিল তারা। অধিনায়ক জস বাটলারও ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। বাংলাদেশের স্পিন আক্রমণ সামলানোই ইংল্যান্ড ব্যাটারদের কঠিন পরীক্ষা।