ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে ঝড় তুলছেন রাচিন, এই তরুণ কিউয়ি ব্যাটারের মনে কে আছেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 10, 2023 | 9:00 AM

Rachin Ravindra: রাচিনের জন্যই ক্রিকেটকে চেনা, আর তাঁর হাত ধরেই এই খেলাকে ভালোবাসা তাঁর। কখনও সমুদ্র তীরে একান্তে,কখনও বা অন্যত্র সময় কাটান এই জুটি। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রেমিক রাচিনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতেও ভোলেন না তিনি।

1 / 8
বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তরুণ কিউয়ি ব্য়াটার রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডকে বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেন। এরপর থেকেই বাইশ গজে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে।

বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তরুণ কিউয়ি ব্য়াটার রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডকে বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেন। এরপর থেকেই বাইশ গজে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে।

2 / 8
ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে থ্রি লায়েন্সদের হেসে খেলে হারিয়ে দেন রাচিন। ৯৬ বলে ১২৩ রান করেন তিনি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও অব্যহত সেই ধারা। সেঞ্চুরি না করতে পারলেও ডাচদের বিরুদ্ধে অর্ধশত রান করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

ডেভন কনওয়ের সঙ্গে জুটি বেঁধে থ্রি লায়েন্সদের হেসে খেলে হারিয়ে দেন রাচিন। ৯৬ বলে ১২৩ রান করেন তিনি। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও অব্যহত সেই ধারা। সেঞ্চুরি না করতে পারলেও ডাচদের বিরুদ্ধে অর্ধশত রান করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

3 / 8
যাঁকে নিয়ে এত চর্চা, তাঁর বান্ধবীকে চেনেন? ফ্যানেরাই সোশ্যাল মিডিয়া ঘেঁটে ঠিক খুঁজে বের করে ফেলেছেন তাঁর বান্ধবীকে। ২৩ বছরের এই কিউয়ি ব্যাটারের জীবনে রয়েছেন এক সুন্দরী। তাঁর নাম প্রেমিলা মোরার। কী করেন তিনি জানেন?

যাঁকে নিয়ে এত চর্চা, তাঁর বান্ধবীকে চেনেন? ফ্যানেরাই সোশ্যাল মিডিয়া ঘেঁটে ঠিক খুঁজে বের করে ফেলেছেন তাঁর বান্ধবীকে। ২৩ বছরের এই কিউয়ি ব্যাটারের জীবনে রয়েছেন এক সুন্দরী। তাঁর নাম প্রেমিলা মোরার। কী করেন তিনি জানেন?

4 / 8
প্রেমিলা পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। ম্যাসি বিশ্ববিদ্য়ালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি এখন 'দ্য ফুড ডিউডস এনজেড' নামক একটি কোম্পানিতে কর্মরত।  নিউজিল্য়ান্ডের অকল্য়ান্ডের বাসিন্দা তিনি।

প্রেমিলা পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। ম্যাসি বিশ্ববিদ্য়ালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি এখন 'দ্য ফুড ডিউডস এনজেড' নামক একটি কোম্পানিতে কর্মরত। নিউজিল্য়ান্ডের অকল্য়ান্ডের বাসিন্দা তিনি।

5 / 8
রাচিনের সঙ্গে আলাপ হওয়ার আগে পর্যন্তও তাঁর জীবন থেকে ক্রিকেট ছিল ব্রাত্য। কিউয়ি ব্য়াটারের সঙ্গে মেলামেশার পরই ক্রিকেট জগতের সঙ্গে পরিচয় হয় প্রেমিলার। তাঁর আগে পর্যন্ত সমুদ্র সৈকতে ভ্রমণ ও ফ্যাশান ডিজাইনিং এই ছিল তাঁর জগৎ।

রাচিনের সঙ্গে আলাপ হওয়ার আগে পর্যন্তও তাঁর জীবন থেকে ক্রিকেট ছিল ব্রাত্য। কিউয়ি ব্য়াটারের সঙ্গে মেলামেশার পরই ক্রিকেট জগতের সঙ্গে পরিচয় হয় প্রেমিলার। তাঁর আগে পর্যন্ত সমুদ্র সৈকতে ভ্রমণ ও ফ্যাশান ডিজাইনিং এই ছিল তাঁর জগৎ।

6 / 8
রাচিনের জন্যই ক্রিকেটকে চেনা, আর তাঁর হাত ধরেই এই খেলাকে ভালোবাসা তাঁর। কখনও সমুদ্র তীরে একান্তে,কখনও বা অন্যত্র সময় কাটান এই জুটি। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রেমিক রাচিনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতেও ভোলেন না তিনি।

রাচিনের জন্যই ক্রিকেটকে চেনা, আর তাঁর হাত ধরেই এই খেলাকে ভালোবাসা তাঁর। কখনও সমুদ্র তীরে একান্তে,কখনও বা অন্যত্র সময় কাটান এই জুটি। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রেমিক রাচিনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতেও ভোলেন না তিনি।

7 / 8
রাচিন আসলে ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে ক্রিকেট। রাহুল দ্রাবিড় ও সচীনের নাম মিলিয়েও তাঁর নাম রাখা হয় রাচিন।

রাচিন আসলে ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে ক্রিকেট। রাহুল দ্রাবিড় ও সচীনের নাম মিলিয়েও তাঁর নাম রাখা হয় রাচিন।

8 / 8
রাচিনের বাবা ও মা ব্যাঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে নিউজিল্যান্ডে যায় তাঁর পরিবার। রাচিনের জন্ম সেখানেই। তিনি মনে প্রাণে নিজেকে একজন কিউয়িই মনে করেন।

রাচিনের বাবা ও মা ব্যাঙ্গালুরুর বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে নিউজিল্যান্ডে যায় তাঁর পরিবার। রাচিনের জন্ম সেখানেই। তিনি মনে প্রাণে নিজেকে একজন কিউয়িই মনে করেন।

Next Photo Gallery