নয়াদিল্লি: ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা দু-দলের জন্যই। তবে সেটা বিশ্বকাপের জন্য নয়। সেমিফাইনালের সম্ভাবনা শেষ। আইসিসি আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের শীর্ষ সাত দল এবং আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। পাকিস্তান প্রথম সাতে থাকায়, আট নম্বর দল ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে পারে। বিশ্বকাপের আশা শেষ হওয়ায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনেরই লক্ষ্য শ্রীলঙ্কা ও বাংলাদেশের। কিন্তু দু-দলের পরিস্থিতি দিল্লির এয়ার কোয়ালিটির মতোই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দিল্লিতে ধোঁয়াশার কারণে শনিবার প্রস্তুতি বাতিল করতে হয়। ম্যাচের আগের দিনও মাস্ক পরেই অনুশীলনে দেখা গেল শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেটারদের। দিল্লির আবহাওয়া এবং পরিস্থিতির মতোই বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থাও। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ছ’ম্যাচেই হার। এরকম লজ্জার রেকর্ড এ বারের বিশ্বকাপে শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরই রয়েছে। বাংলাদেশ সেই ইংল্যান্ডের কাছেই হেরেছিল। ২০২১ থেকে ৩৯টি ওডিআইয়ের মধ্যে ২৪টি জিতেছিল বাংলাদেশ। উপমহাদেশের দল। যদিও উপমহাদেশের পরিবেশেই লজ্জার পারফরম্যান্স বাংলাদেশের। তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নও এখন বিশবাঁও জলে।
অন্য দিকে, শ্রীলঙ্কা। কোন দিন ভালো খেলবে সেটা তারাও জানে না। শুরুর দিকে টানা হার। মাঝে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। যদিও গত ম্যাচে ভারতের বিধ্বংসী বোলিং লাইন আপের কাছে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ শ্রীলঙ্কা ব্যাটারদের কাছে। তাদের কোচ এবং প্লেয়াররা আক্রমণাত্মক ক্রিকেটের কথা বললেও সেটি শুধু কথাই রয়ে গিয়েছে। মাঠে পারফরম্যান্সে তার কোনও ছাপ পাওয়া যায়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নে হয়তো একটা ভালো পারফরম্যান্স দেখা যেতেই পারে। দুই ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা দলের ঘুরে দাঁড়ানোর লড়াই। এটাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের রোমাঞ্চ।