ICC ODI World Cup: জন্মদিনে সচিনকে ছোঁয়া, হোটেলে ফিরে সেলিব্রেশনে মাতলেন বার্থ ডে বয় কোহলি

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 06, 2023 | 12:18 PM

Virat Kohli Birthday Celebration: সবমিলিয়ে রবিবার দিনটা ক্রিকেটপ্রেমীদের মণিকোঠায় থেকে যাবে। ইডেনের গ্যালারি এ দিন মেতেছিল উৎসবের আনন্দে। ৭০ হাজার দর্শক একসঙ্গে গলা ফাটালেন ভারতের জন্য। আইসিসির নিষেধাজ্ঞা মেনে কেক কেটে ও বিরাটকে সোনার জল করা ব্যাট উপহার দিয়ে কিংয়ের জন্মদিন পালন হল মাঠে। এ তো গেল মাঠের গল্প, হোটেলে ফিরে বিরাটের জন্মদিন সেলিব্রেশনে মাতলেন সতীর্থরা।

ICC ODI World Cup: জন্মদিনে সচিনকে ছোঁয়া, হোটেলে ফিরে সেলিব্রেশনে মাতলেন বার্থ ডে বয় কোহলি
বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা

Follow Us

কলকাতা: রবিবার ইডেনে জোড়া ধামাকা। একদিকে বিরাট কোহলির জন্মদিন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অনবদ্য জয়। আরও একটা বাড়তি পাওনা, জন্মদিনে কোহলির সচিন তেন্ডুলকরকে ছোঁয়ার রেকর্ড। সবমিলিয়ে রবিবার দিনটা ক্রিকেটপ্রেমীদের মণিকোঠায় থেকে যাবে। ইডেনের গ্যালারি এ দিন মেতেছিল উৎসবের আনন্দে। ৭০ হাজার দর্শক একসঙ্গে গলা ফাটালেন ভারতের জন্য। আইসিসির নিষেধাজ্ঞা মেনে কেক কেটে ও বিরাটকে সোনার জল করা ব্যাট উপহার দিয়ে কিংয়ের জন্মদিন পালন হল মাঠে। এ তো গেল মাঠের গল্প, হোটেলে ফিরে বিরাটের জন্মদিন সেলিব্রেশনে মাতলেন সতীর্থরা। কেমন হল সেই সেলিব্রেশন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে রয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোটেলে ফিরেই চলল গ্র্যান্ড সেলিব্রেশন। বিরাটের জন্মদিনে কেক কাটলেন রবীন্দ্র জাডেজাও। বিরাটের গড়া মঞ্চে পাঁচ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন জাডেজা। বার্থ ডে বয় কোহলির সঙ্গে কেক কাটতে দেখা গেল তাঁকে। একে অপরকে কেকও খাইয়ে দেন তাঁরা। এই আসরে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, রাজীব শুক্লা সহ অনেকে। মধ্যরাত পর্যন্ত চলে সেলিব্রেশনে। একে অপরকে কেক মাখানো, হাসিঠাট্টা সবমিলিয়ে পার্টি মুডে পাওয়া গেল মেন ইন ব্লুকে।


টানা আট ম্য়াচ জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন রোহিত-বিরাটরা। দিকে-দিকে সামি, বুমরা জাডেজাদের প্রশংসায় পঞ্চমুখ সক্কলে। টানা কয়েক ম্যাচ খেলে এখন কটা দিন ছুটি। আগামী ১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু।

Next Article