T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে কাজে লাগাতে চান সাকিবরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 24, 2021 | 9:41 AM

বাংলাদেশ কিন্তু যোগ্যতা পর্বের প্রথম ম্যাচ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। সেখান থেকে সাকিবের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে টিম। দুটো ম্যাচেই পর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব। কিন্তু তাঁকে আর মাহমুদুল্লাহকে বাদ দিলে সে ভাবে বাকি টিমে সাফল্য পায়নি। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারাবাহিকতা খুঁজে পেতে হবে তাদের।

T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে কাজে লাগাতে চান সাকিবরা
T20 World Cup 2021: শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে কাজে লাগাতে চান সাকিবরা

Follow Us

দুবাই: সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) আরও একবার ছন্দে দেখতে চাইছে বাংলাদেশ (Bangladesh)। ব্যাটে-বলে যদি সাফল্য পান তিনি, তা হলে চাপ অনেকটাই কমে যাবে তাঁর টিমের। সঙ্গে দরকার ক্যাপ্টেন রিয়াদ মাহমুদুল্লাহকে। যদিও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কারও (Sri Lanka) হাল ভালো নয়। সুপার টুয়েলভে এই দুই টিমই প্রথম ম্যাচে নামবে সাফল্যের খোঁজে।

২০১৪ সালে বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা আর এই টিমের অনেক ফারাক। তারকার সংখ্যা কমেছে, ম্যাচ উইনারেরও। নতুন মুখদের উপর ভরসা করে শ্রীলঙ্কাও ফিরে পেতে চাইছে অতীত। তবে, বিশ্বকাপের যোগ্যতা পর্বে নামিবিয়া, আয়ার্ল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে চমৎকার পারফর্ম করেছে তারা। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিয়েছিল। আইরিশ টিমকে ১০১ রানে। আর নেদারল্যান্ডস ৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল লঙ্কানদের বিরুদ্ধে। বাংলাদেশ অবশ্য তাদের কাছে অনেকটা কঠিন প্রতিপক্ষ। সাকিবদের বিরুদ্ধে সাফল্য পেতে হলে সেরাটা দিতে হবে। ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তারা।

বাংলাদেশ কিন্তু যোগ্যতা পর্বের প্রথম ম্যাচ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। সেখান থেকে সাকিবের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে টিম। দুটো ম্যাচেই পর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব। কিন্তু তাঁকে আর মাহমুদুল্লাহকে বাদ দিলে সে ভাবে বাকি টিমে সাফল্য পায়নি। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারাবাহিকতা খুঁজে পেতে হবে তাদের। মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমদের মতো প্লেয়াররা যদি সেরাটা দিতে পারেন, তা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশ।

শারজার পিচ মন্থর, লো বাউন্স থাকবে। সেখানে নামার আগে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ওপেনারদের শুরুটা ভালো দিতে হবে টিমকে। মহম্মদ নইম আর লিটন দাস যদি পাওয়ার প্লে কাজে লাগাতে পারেন, তা হলে প্রতিপক্ষকে চাপে রাখা যাবে।

আরও পড়ুন: T20 World Cup 2021 India vs Pakistan Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতকে হারাতে চান শোয়েব

আরও পড়ুন: T20 World Cup 2021 Sri Lanka vs Bangladesh Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচ

Next Article