T20 World Cup 2021: আজ দুপুরে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 9:08 AM

বাংলাদেশ সুপার টুয়েলভে (Super 12) জায়গা করে নিলেও প্রথম ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে। স্কোরবোর্ডে ১৭১ রান খাড়া করেও জয় তুলতে পারেননি মুসফিকুররা। ইংল্যান্ডকে হারিয়ে মরণ কামড় দিতে চান সাকিবরা। দলের বোলিং বিভাগ একেবারেই দাগ কাটতে পারেনি। আর এটাই চিন্তায় রাখছে বঙ্গব্রিগেডকে। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গত ম্যাচে পরীক্ষার মুখে পড়েনি।

T20 World Cup 2021: আজ দুপুরে ইংল্যান্ডের সামনে বাংলাদেশ
মর্গ্যান বনাম মাহমুদুল্লাহ। ছবি: টুইটার

Follow Us

আবু ধাবি: ৫০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অপবাদ ঘুচিয়েছে ইংল্যান্ড (England)। এ বার নজর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। কুড়ি ওভারের ফরম্যাটে গত বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এ বার কাপ জিতেই দেশে ফিরতে চান মর্গ্যানরা। প্রথম ম্যাচেই ইংরেজ বোলারদের দাপটে ৫৫ রানে গুটিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। আজ দুপুরে সামনে বাংলাদেশ। বরাবরই ইংল্যান্ডকে বিশ্বকাপে বেকায়দায় ফেলে বাংলাদেশ (Bangladesh)। তাই সাকিবদের বিরুদ্ধে নামার আগে সতর্ক থাকছে ইংল্যান্ড।

অন্যদিকে বাংলাদেশ সুপার টুয়েলভে (Super 12) জায়গা করে নিলেও প্রথম ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে। স্কোরবোর্ডে ১৭১ রান খাড়া করেও জয় তুলতে পারেননি মুসফিকুররা। ইংল্যান্ডকে হারিয়ে মরণ কামড় দিতে চান সাকিবরা। দলের বোলিং বিভাগ একেবারেই দাগ কাটতে পারেনি। আর এটাই চিন্তায় রাখছে বঙ্গব্রিগেডকে। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গত ম্যাচে পরীক্ষার মুখে পড়েনি। জেসন রয়, জনি বেয়ারস্টো সমৃদ্ধ শক্তিশালী ব্যাটাররা যখন তখন ম্যাচের রং পাল্টে দিতে পারেন। সেটা ভালোই জানেন মহমুদুল্লাহরা। যদিও ইংল্যান্ড বাধা টপকাতে যাবতীয় আশা ভরসা সেই সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই বাংলাদেশ দলের আশা ভরসার নাম সাকিব। লিটন, নইম শেখ, মহমুদুল্লাহরাও তৈরি বড় রান পেতে। ইংল্যান্ডের কাছে হারলেই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাবে বাংলাদেশ। তাই নিজেদের কাজটা করতে মরিয়া লিটন দাসরা।

আবু ধাবির উইকেটে দুপুরে ব্যাটিং করা অনেকটাই কঠিন। তাই আজ দুপুরের ম্যাচেও টস ফ্যাক্টর হতে চলেছে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই দেখা গিয়েছে বড় রান তুলতে কালঘাম ছুটেছে ব্যাটারদের। তাই টস ফ্যাক্টরের দিকে তাকিয়ে দুই দলই।

আরও পড়ুন: T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা পাকিস্তানের

আরও পড়ুন: T20 World Cup: হার্দিককে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারত

আরও পড়ুন: T20 World Cup 2021: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কার্যত বিদায় বিশ্ব চ্যাম্পিয়নদের

Next Article