পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতেছিল তারা। ওলি পোপ দুর্দান্ত ব্যাট করেছিলেন। অভিষেক টেস্টেই নজর কেড়েছিলেন তরুণ বাঁ হাতি স্পিনার টম হার্টলি। দ্বিতীয় টেস্ট থেকে অবশ্য খেলা ঘুরে গিয়েছে। বিশাখাপত্তনমে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি, জসপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। আর রাজকোটে ঐতিহাসিক জয়। ইংল্যান্ডকে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছে ভারত। এই সিরিজ নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি, প্রথম টেস্টের পরই চোটে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। শ্রেয়স আইয়ারও নেই। ব্যাটিং আক্রমণে তারুণ্যের আধিপত্য। তারপরও যে ভাবে গত দুটি টেস্টে পারফর্ম করেছে ভারত, তাতে একটুও অবাক নন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণদের প্রশংসায় পঞ্চমুখ। সৌরভ বলছেন, ‘ভারত এতটাই আত্মবিশ্বাসী ছিল, অশ্বিন মাঝপথে বাড়ি ফিরলেও বিচলিত হয়নি টিম। ভারতীয় দলের গভীরতা অনেক।’
তরুণ ক্রিকেটারদের সকলেরই কিছু না কিছু অবদান রয়েছে। রাজকোট টেস্টের কথাই ধরা যাক, যশস্বী ডাবল সেঞ্চুরি, শুভমন গিল অল্পের জন্য সেঞ্চুরির কাছ থেকে ফেরেন। অভিষেক টেস্টেই দু-ইনিংসে হাফসেঞ্চুরি সরফরাজ খানের। ধ্রুব জুরেল ব্যাটিংয়েও অবদান রেখেছেন। তেমনই অনবদ্য় একটা রানআউট। সৌরভ আরও বলছেন, ‘বাজবল ভালো, তবে ভারতের মাটিতে বাজবলের সাফল্য কঠিন। ভারত সিরিজ হারলেই বরং আমি অবাক হব। ভুললে চলবে না, ভারত কিন্তু বিরাট, রাহুলদের ছাড়াই খেলছে। একঝাঁক তরুণ মুখ। এরপরও ইংল্যান্ড প্রবল চাপে রয়েছে।’