Asia Cup Cricket : এশিয়া কাপ শ্রীলঙ্কা না বাংলাদেশে! ভেন্যু নিয়ে ধোঁয়াশা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 13, 2022 | 5:59 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও অবধি তেমন কোনও প্রস্তাব তারা পায়নি।

Asia Cup Cricket : এশিয়া কাপ শ্রীলঙ্কা না বাংলাদেশে! ভেন্যু নিয়ে ধোঁয়াশা
Image Credit source: TWITTER

Follow Us

 

কলকাতা: এশিয়া কাপ ক্রিকেট কোথায় হবে! আয়োজনের দায়িত্বে শ্রীলঙ্কা (Sri Lanka)। তবে শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি, ভেন্যু নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ (Asia Cup) ক্রিকেট শুরু হওয়ার কথা। আইসিসি সদস্য দেশগুলি সরাসরি খেলবে। এছাড়া সহকারী দেশগুলির মধ্যে যোগ্যতা অর্জন পর্ব হবে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার কথা। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হওয়ায় এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েক মাস আগে ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর সঙ্গে আলোচনা হয়, শ্রীলঙ্কা বোর্ডের কর্তাদের। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। শ্রীলঙ্কা বোর্ড কর্তাদের আশ্বস্ত করেছিলেন, সব কিছু ঠিক ঠাক থাকলে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ ভালোভাবেই আয়োজন করেছে তারা। ভারতীয় মহিলা ক্রিকেট দলও শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে শ্রীলঙ্কায়ই এশিয়া কাপ হবে, এই নিশ্চয়তা দেওয়া কঠিন। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশকে (Bangladesh) ধরা হচ্ছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, ‘এশিয়া কাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। যদিও এ বিষয়ে কোনও ইতিবাচক জবাব এখনও অবধি আসেনি। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিস্তারিত বলতে পারবেন।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি। হোয়াটস অ্যাপেও জবাব দেননি। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও অবধি তেমন কোনও প্রস্তাব তারা পায়নি। বলেছেন, ‘শ্রীলঙ্কা না বলার পরে প্রস্তাব আসবে। তারা এখনও না বলেনি। বোর্ড যদি না বলে, আমরা কোনও মন্তব্য করতে পারব না।’ বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা কতটা, এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা বোর্ড হচ্ছে আয়োজক, আর ইভেন্ট হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। শ্রীলঙ্কা যদি কিছু না বলে তবে এসিসি নিজেদের মতো বিবেচনা করবে যে, এটা সম্ভব কী না। এখানে আমাদের অংশ নেওয়ার সুযোগ নেই। এর আগেও পরিবর্তনের কথা শোনা গিয়েছে। তবে সেটা হয়নি। দ্বিপক্ষিক সিরিজ হয়েছে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য পরিস্থিতি কেমন, সেটা আমরা এখান থেকে বলতে পারব না। যদি ওখানে না হয় তবে বেশির ভাগ সদস্য যেখানে বলবে সেখানে হবে।’

 

Next Article