India vs West Indies : টেস্ট টিমে পা রাখলেন যশস্বী-মুকেশ, বাদ পূজারা-সামি

Jun 24, 2023 | 5:07 PM

India Test Squad against West Indies : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই সফরে নেতা রোহিতেই আস্থা রাখছে ভারত।

India vs West Indies : টেস্ট টিমে পা রাখলেন যশস্বী-মুকেশ, বাদ পূজারা-সামি
টেস্ট টিমে পা রাখলেন যশস্বী-মুকেশ, বাদ পূজারা-সামি
Image Credit source: BCCI

Follow Us

আপাতত আস্থা থাকল রোহিত শর্মায় (Rohit Sharma)। তবে ভবিষ্যতের দিকে চোখ রাখাও শুরু হয়ে গেল। ওভালে বিশ্ব টেস্ট ফাইনাল হারার পর প্রশ্ন একটাই ছিল, কেন পারফর্ম করা ক্রিকেটাররা টিমে সুযোগ পাচ্ছেন না? এই পারফর্ম করা ক্রিকেটার হিসেবে তুলে ধরা হচ্ছিল এক ঝাঁক তরুণের নাম। যাঁরা ঘরোয়া ক্রিকেটে রান করেছেন, মাতিয়েছেন আইপিএল। বলা হচ্ছিল, ক্যারিবিয়ান সফর থেকে এক নতুন প্রজন্মের ভারতীয় টিমের পথচলা শুরু হবে। তা-ই কার্যত হতে চলেছে। ভারতীয় টেস্ট টিম তৈরি হল নতুন পুরনো ক্রিকেটার মিলিয়ে। বলা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তা তো হলই না, প্রথম সারির সমস্ত ক্রিকেটারই থাকলেন টেস্ট টিমে। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়লেন চেতেশ্বর পূজারা। ওভালে ২ ইনিংসে তিনি কার্যত কিছুই করতে পারেননি। সেই কারণেই কি বাদ দেওয়া হল তাঁকে? প্রশ্ন আরও থাকবে পূজারাকে নিয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পর পর দুটো বিশ্ব টেস্ট ফাইনাল হারার পর তীব্র সমালোচনায় পড়েছে ভারতীয় টিম। ক্যারিবিয়ান সফর থেকে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মরসুম। তাই নির্বাচকরা দু’বছর পর অর্থাৎ ২০২৫ সালের লর্ডসে যে বিশ্ব টেস্ট ফাইনাল হবে তাতে ভারতীয় টিম সাফল্য যাতে পায়, সেদিকে নজর রেখেই টিম গড়েছেন। রোহিত শর্মা ২ বছর পর টেস্ট টিমে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। আপাতত তাঁর বিকল্প খাড়া করতে চাইছে না বোর্ড। তবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দলে সংযুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল। এক ঝলকে এই টেস্ট টিম কী জানাচ্ছে?

তিন নতুন মুখ

আইপিএলে ভালো পারফর্ম করলে যে টেস্ট টিমের দরজা খুলে যায় তার উদাহরণ এর আগেও দেখা গিয়েছে। সেই পথেই আরও একবার হাঁটল বোর্ড। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়রা সদ্য শেষ হওয়া আইপিএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। বিরাট-রোহিতদের বয়স বাড়ছে। টিমের অন্যান্য সিনিয়ররাও সেই অর্থে পারফর্ম করতে পারছেন না। সেদিকে নজর রেখেই যশস্বী, ঋতুরাজকে সব ফর্ম্যাটে টিমে নেওয়ার কথা বলা হচ্ছিল। তা-ই হল। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার। যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় এর আগেই জায়গা পেয়েছিলেন। সেই মুকেশ এ বার টেস্টেও খেলবেন। ঋতুরাজ, যশস্বী, মুকেশদের সংযুক্তি ভারতীয় টিমকে নিশ্চিতভাবে আগামী ভাবনার পথে এগিয়ে দিল।

রাহানে স্বমহিমায়

প্রায় দেড় বছর পর টেস্ট টিমে প্রত্যাবর্তন হয়েছিল অজিঙ্ক রাহানের। বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর চমকৎকার পারফরম্যান্স দলকে ভরসা দিয়েছিল। সেই রাহানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট টিমে নিজের জায়গা যেমন ধরে রাখলেন, তেমনই ফিরে পেলেন সহ-অধিনায়কত্বও। লোকেশ রাহুল চোটের কারণে নেই। তাই বিদেশের মাটিতে সাফল্য দেওয়া রাহানেতেই আস্থা রাখলেন নির্বাচকরা।

পূজারা ও সামি

চেতেশ্বর পূজারা বাদ পড়লেন টেস্ট টিম থেকে। গত এক দশকে বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিলেন পূজারাই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সর্বত্রই তিনি রান পেয়েছিলেন। বিশ্ব টেস্ট ফাইনালের ২টো খারাপ ইনিংস তাঁকে ছিটকে দিল টিম থেকে। প্রশ্ন উঠছে একের পর এক সিনিয়র খারাপ খেলা সত্ত্বেও কেন টিম থেকে বাদ পড়েননি? মাত্র দুটো ইনিংস দিয়েই পূজারার বিচার কেন হল? একইসঙ্গে টেস্ট টিম থেকে বাদ পড়েছেন মহম্মদ সামিও। বাংলার পেস বোলারকে কি বিশ্রাম দেওয়া হল? খোঁজ নিয়ে তাই জানা যাচ্ছে। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ। সামির মতো অভিজ্ঞ পেসারকে কাজে লাগবে টিমের, তাই তাঁকে বিশ্রাম দেওয়া হল। টিম থেকে অবশ্য বাদ পড়লেন উমেশ যাদব।

তিন স্পিনার

বিশ্ব টেস্ট ফাইনালে অশ্বিনকে না খেলানো বুমেরাং হয়ে গিয়েছিল। সে বিতর্ক থামার আগেই ক্যারিবিয়ান সফরের টিমে জায়গা করে নিলেন চেন্নাইয়ের অফ স্পিনার। অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাডেজাও টেস্ট টিমে রয়েছেন। আর টিমে জায়গা করে নিয়েছেন অক্ষর প্যাটেল। অর্থাৎ এই তিন স্পিনারের উপর ভরসা রেখেই ক্যারিবিয়ান সফরে সাফল্য খুঁজবে রোহিত শর্মার টিম। শার্দূল ঠাকুরকে ধরলে পুরো টিমে চারজন অলরাউন্ডার।

পেস কম্বিনেশন

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। থাকছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। বাংলার মুকেশ কুমার থাকছেন টিমে। চোট সারিয়ে আবার টিমে ফিরলেন নভদীপ সাইনি। অতীত মাথায় রাখলে ক্যারিবিয়ান সফরে পেস বোলাররা সাফল্যের চাবিকাঠি হতে পারেন। মোটামুটি ধরে নেওয়া যায়, সিরাজের সঙ্গী হিসেবে উনাদকাট-মুকেশকেও একাদশে দেখা যেতে পারে।

ব্যাটিং কম্বিনেশন

রোহিতের পাশাপাশি ওপেনার শুভমন গিল, বিরাট কোহলি, রাহানে যেমন থাকছেন, তেমনই টিমে সুযোগ পেয়েছেন দুই উইকেটকিপার কেএস ভরত ও ঈশান কিষাণ। রোহিত-শুভমন ওপেন করবেন। বিরাট চারে, পাঁচে রাহানে। পূজারার তিন নম্বর জায়গাটা কে নেবেন? যা ছক বানানো হয়েছে, তাতে যশস্বী হয়তো তিন নম্বরে ব্যাট করবেন। ব্যাটিং বৈচিত্র বাড়ানোর জন্য বাঁ হাতি যশস্বীর কথাই হয়তো ভাবা হচ্ছে। আর কিপার হিসেবে প্রথম পছন্দ ভরতই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), কোনা শ্রীকার ভরত, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ যাদব, জয়দেব উনাদকাট ও নভদীপ সাইনি।

 

Next Article