BCCI Selection Committee: চেতন থাকলেন চেয়ারম্যান, বহুদিন পর নির্বাচন কমিটিতে এক বাঙালি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 07, 2023 | 5:19 PM

Subroto Banerjee: নতুন নির্বাচন মণ্ডলীর চমক বলা যেতে পারে সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। দেবাং গান্ধীর পর এক বাঙালি মুখ দেখা যাচ্ছে। তবে সুব্রতকে বাঙালি বললেও বাংলার বলা যাবে না।

BCCI Selection Committee: চেতন থাকলেন চেয়ারম্যান, বহুদিন পর নির্বাচন কমিটিতে এক বাঙালি
Image Credit source: FACEBOOK

Follow Us

মুম্বই : শারজায় জাভেদ মিয়াদাঁদের কাছে শেষ বলে ৬ খাওয়ার পর কেরিয়ারে ঝড় উঠেছিল চেতন শর্মার। সে সব সামলে ভারতীয় টিমে ফিরেছিলেন, সাফল্যও পেয়েছিলেন। ক্রিকেটার চেতন শর্মা আর নির্বাচক চেতন শর্মার মধ্যে মিল কোথায়? নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে এমনই শেষ বলের ছয়ে ছিটকেই যাচ্ছিলেন তিনি। কী আশ্চর্য সেই ঝড় সামলে তিনি বহাল থাকলেন নির্বাচক মণ্ডলীর মাথা হিসেবে। এশিয়া কাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরপর ব্য়র্থতার জেরে পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে চেয়ারম্য়ান পদে থেকে গিয়েছিলেন চেতন। সেই তিনিই যে সব হিসেব বদলে আবার নতুন কমিটির চেয়ারম্য়ান হবেন, কেউই ভাবেনি। শনিবার বিকেলে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি যে পাঁচ জনের নির্বাচন কমিটি বাছল, তাতে চেতনই চেয়ারম্যান। বাকি চার সদস্য অবশ্য় নতুন। বোর্ডের এই নতুন কমিটি কেমন হল? বিস্তারিত Tv9Bangla-য়।

প্রাক্তন ক্রিকেটার চেতনের চেয়ারম্য়ান থেকে যাওয়ার প্রক্রিয়া অবশ্য প্রথামাফিক হয়েছে। ৬০০ জন আবেদন করেছিলেন বোর্ডেন নির্বাচন কমিটির সদস্য় হতে চেয়ে। তাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের নামী-অনামী অনেকেই আবেদন পত্র পাঠিয়েছিলেন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির কাছে। সেই মতো অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে, সুলক্ষণা নায়েকরা ইন্টারভিউয়ের পর বেছে নিলেন পাঁচ জনের কমিটি। বোঝাই যাচ্ছে মেয়াদ পূর্ণ না হওয়া এবং অভিজ্ঞতা থাকা চেতন কে খানিকটা হলেও গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি সদস্য কারা? ভারতীয় টিমের প্রাক্তন ওপেনার শিবসুন্দর দাস এলেন। যিনি মেয়েদের ক্রিকেটে ব্য়াটিং পরামর্শদাতা ছিলেন। আবার ক্রিকেটের মূলস্রোতে ফিরলে সলিল আঙ্কোলা। ক্রিকেট ছাড়ার পর মুম্বইয়ের পেসার বলিউডে পা বাড়িয়েছিলেন, কিন্তু সফল হননি। সেই আঙ্কোলাকেই এ বার দেখা নির্বাচন কমিটির অন্য়তম সদস্য হিসেবে।

নতুন নির্বাচন মণ্ডলীর চমক বলা যেতে পারে সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। দেবাং গান্ধীর পর এক বাঙালি মুখ দেখা যাচ্ছে। তবে সুব্রতকে বাঙালি বললেও বাংলার বলা যাবে না। তিনি ঝাড়খণ্ড, বিদর্ভের মতো টিমের কোচিং করিয়েছেন। আর নিজের কেরিয়ারে ভারতের হয়ে পেস বোলার হিসেবে একটা সময় ভালোই ছাপ ফেলেছিলেন। তবে আদ্য়ন্ত বাঙালি যদি বলতে হয়, তা হলে দীর্ঘদিন বোর্ডের নির্বাচক মণ্ডলীতে সুব্রতকে পাওয়া গেল।

Next Article