২১ সেপ্টেম্বর শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেট

Jul 03, 2021 | 4:42 PM

BCCI: চলতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। মেয়েদের সিনিয়র ওয়ান ডে লিগ দিয়ে শুরু মরসুম।

২১ সেপ্টেম্বর শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেট
২১ সেপ্টেম্বর শুরু হবে দেশের ঘরোয়া ক্রিকেট

Follow Us

কলকাতা: করোনার (COVID-19) প্রভাবে গতবছর ঘরোয়া ক্রিকেট (Domestic Cricket) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই (BCCI)। চলতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। মেয়েদের সিনিয়র ওয়ান ডে লিগ দিয়ে শুরু মরসুম। শুরু ২১ সেপ্টেম্বর থেকে। তার পরই হবে মেয়েদের ওয়ান ডে চ্যালেঞ্জ ট্রফি। শুরু ২৭ অক্টোবর থেকে।

ছেলেদের মরসুম শুরু সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mustaq Ali Trophy) দিয়ে। যা শুরু হবে ২০ অক্টোবর। ফাইনাল ১২ নভেম্বর। গত মরসুমে বোর্ড সীমিত ওভারের টুর্নামেন্ট আয়োজন করলেও রঞ্জি ট্রফি (Ranji Trophy) বন্ধ রেখেছিল। দীর্ঘমেয়াদী টুর্নামেন্টের বায়ো বাবল জ়োন তৈরি করা সম্ভব নয় বলে। যা শুরু হবে ১৬ নভেম্বর থেকে। তিন মাসের রঞ্জি ট্রফি শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। ছেলে ও মেয়েদের ক্রিকেট ধরলে মোট ২১২৭টা ম্যাচ আয়োজন করবে বোর্ড।

করোনার বিরুদ্ধে লড়াই করাটাই আসল চ্যালেঞ্জ বিসিসিআইয়ের। করোনার কারণে আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল মাঝপথে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরাতে হয়েছে আমিরশাহিতে। এই পরিস্থিতিতে কি ঘরোয়া ক্রিকেট আয়োজন করা সম্ভব? এ নিয়ে প্রশ্ন উঠছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড এ নিয়ে আত্মবিশ্বাসী। ২০২১-২২ মরসুমে ঘরোয়া ক্রিকেট আয়োজন করতে হলে ক্রিকেটার, ম্যাচ আয়োজক এবং ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা অনেকের স্বাস্থ্য জড়িয়ে রয়েছে। যা সামলাতে পারবে বলে বিশ্বাস বিসিসিআইয়ের।

আরও পড়ুন: Harbhajan Singh: ৪১-এ পা দিলেন ভাজ্জি পা

Next Article