India Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, দলে বাংলার রিচা ঘোষও

ICC Women's T20 Cup 2024: নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌরই। ১৫ সদস্যের দলে প্রত্যাশিত ভাবেই রয়েছেন বাংলার বিধ্বংসী ব্যাটার তথা কিপার রিচা ঘোষ। শ্রেয়াঙ্কা পাটিল ও যস্তিকা ভাটিয়াকে স্কোয়াডে রাখা হলেও তাঁদের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।

India Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, দলে বাংলার রিচা ঘোষও
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 27, 2024 | 1:17 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তার একদিনের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌরই। ১৫ সদস্যের দলে প্রত্যাশিত ভাবেই রয়েছেন বাংলার বিধ্বংসী ব্যাটার তথা কিপার রিচা ঘোষ। শ্রেয়াঙ্কা পাটিল ও যস্তিকা ভাটিয়াকে স্কোয়াডে রাখা হলেও তাঁদের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপেই চোট পেয়েছিলেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। যদিও সে দেশের পরিস্থিতি অস্থির হওয়ায় চাপ বাড়ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পরই আশঙ্কা বাড়তে থাকে বিশ্বকাপ ঘিরে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হলেও নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে নারাজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বাংলাদেশ থেকে আরব আমির শাহিতে সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্ট।

এই খবরটিও পড়ুন

আগামী ৩ অক্টোবর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। দুবাই ও শারজা, এই দুই ভেনুতে বিশ্বকাপের মোট ২৩টি ম্যাচ হবে। ৬ অক্টোবর দুবাইতে বহুপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে একঝাঁক চমকও রয়েছে। পুরুষদের ক্রিকেটে আইপিএলের পারফরম্যান্স দেখে জাতীয় দলে সুযোগ পাওয়া নতুন নয়। তেমনই এ বার উইমেন্স প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আশা শোভানা, সজনা সজীবনের মতো প্লেয়ার। এ বার বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পেলেন।

ভারতের স্কোয়াড-হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সজনা সজীবন।