IPL 2021: ভ্যাকসিনের দুটি ডোজ় নাও, দুবাই যাও: বিসিসিআই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 06, 2021 | 1:50 PM

সেপ্টেম্বর-অক্টোবরে হবে আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব।

IPL 2021: ভ্যাকসিনের দুটি ডোজ় নাও, দুবাই যাও: বিসিসিআই
IPL 2021: ভ্যাকসিনের দুটি ডোজ় নাও, দুবাই যাও: বিসিসিআই

Follow Us

নয়াদিল্লি: করোনার (COVID-19) প্রভাব এখনও কমেনি। তা সত্ত্বেও চলছে একের পর টুর্নামেন্ট। ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল (IPL)। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১০ অগস্টের পর আইপিএলের দলগুলিকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তার আগে বিসিসিআই (BCCI) আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে, দলের যে সদস্যরা দুবাই রওনা দেবেন তাদের প্রত্যেককে টিকাকরণ (vaccination) প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সংবাদ সংস্থা এএনআই-এর এক সূত্রের খবর অনুযায়ী, “আমাদের জানানো হয়েছে, যারা দুবাই যাবে, তাদের সকলের যেন করোনা টিকার দুটি ডোজ়ই নেওয়া হয়ে যায়। তা হলে সেখানে পৌঁছে কোনও অসুবিধা হবে না। দলগুলি সেখানে পৌঁছনোর পর সাতদিনের কোয়ারান্টিন কাটাতে হতে পারে। তার পর তাঁরা অনুশীলন করার সুযোগ পাবে।”

গত মাসেই আইপিএলের বাকি থাকা ম্যাচগুলির সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ২৭ দিনে প্লে অফ মিলিয়ে মোট ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আবর আমিরশাহিতে। আইপিএলে ইংল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় হলেও সেই আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। ইংল্যান্ডের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় আইপিএল খেলতে পারবেন মর্গ্যান, বেয়ারস্টোরা।

আরও পড়ুন: IPL 2021: কেকেআরের সমস্যা বাড়ালেন কামিন্স

Next Article