IPL 2021: রোহিতদের ওয়ার্কলোড কমাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি বোর্ডের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 23, 2021 | 6:59 PM

বোর্ডের এক কর্তা বলেন, 'রোহিত শর্মা এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাঁর উপর অনেক কিছু নির্ভর করছে। তাই এ বারের আইপিএলে যাতে রোহিতের উপর অতিরিক্ত চান না দেওয়া হয়, সেই জন্য ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠানো হয়েছে।'

IPL 2021: রোহিতদের ওয়ার্কলোড কমাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি বোর্ডের
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: টুইটার

Follow Us

দুবাই: আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি বোর্ডের (BCCI)। ক্রিকেটারদের ওয়ার্কলোড কমাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ঠিক এক মাস পরেই টি-২০ বিশ্বকাপ। সেটাকে মাথায় রেখেই এমন চিঠি ভারতীয় ক্রিকেট বোর্ডের।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিকাংশ ক্রিকেটার বিশ্বকাপ (T20 World Cup) দলে আছেন। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, রাহুল চাহারদের উপর থেকে যেতে অথিরিক্ত চাপ না পড়ে সে দিকে তাকিয়ে বোর্ড। এখন যদি অতিরিক্ত চাপ পড়ে, তাহলে বিশ্বকাপে চোট আঘাত বা অন্যান্য সমস্যায় পড়তে পারেন ক্রিকেটাররা। বোর্ডের এক কর্তা বলেন, ‘রোহিত শর্মা এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাঁর উপর অনেক কিছু নির্ভর করছে। তাই এ বারের আইপিএলে যাতে রোহিতের উপর অতিরিক্ত চান না দেওয়া হয়, সেই জন্য ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠানো হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিতকে বিশ্রামও দেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই পক্ষকেই আমরা এ ব্যাপারে অনুরোধ করেছি।’

মুম্বই ইন্ডিয়ান্সের ৬ ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপের দলে আছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ জনের বেশি দলও গড়তে পারেনি বোর্ড। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৩ ক্রিকেটারকে। চোট আঘাত সমস্যা এড়াতে বাকি কয়েকটা ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রামও দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। মূলত রোহিত, হার্দিক আর বুমরাকে অতিরিক্ত ম্যাচ না খেলানোর আর্জি জানিয়েছে বোর্ড। সূত্রের খবর, আইপিএলের অন্যান্য দলের ভারতীয় ক্রিকেটারদেরও অতিরিক্ত ম্যাচ না খেলানোর আর্জি জানিয়েছে বিসিসিআই।

 

আরও পড়ুন: T20 World Cup: বিশ্বকাপের অ্যান্থেম প্রকাশ আইসিসির

Next Article