কলকাতা: বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের (T20 Franchise League) ছড়াছড়ি। টি-২০, টি-১০ লিগগুলিতে ভারতীয় ক্রিকেটারদের চাহিদা তুঙ্গে। তবে বিসিসিআইয়ের নিয়মের গেরোয় এ দেশের ক্রিকেটাররা বিদেশি লিগে খেলতে পারেন না। আইপিএল ছাড়া অন্য কোনও দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এই বিষয়ে কড়া অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ডের। তা বলে কি বিদেশি টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয়রা খেলেন না? অবশ্যই খেলেন। তবে অবসরের পর। রিটায়ারমেন্টের পর দেশের প্রাক্তন ক্রিকেটারদের বিদেশি লিগে খেলায় বাধা নেই। বোর্ডের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। তবে সেই সুখের দিনও হয়তো থাকছে না। বিদেশি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে নতুন নিয়ম আনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দিতে হলে বোর্ডের কোনওরকম অনুমতি লাগে না। আগামী ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সলের বৈঠকে এই বিষয়ে নয়া নিয়ম আনতে আলোচনা করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার আগে কমপক্ষে বছরখানেকের কুলিং অফ পিরিয়ড কাটাতে হবে। কুলিং অফ পিরিয়ড শেষ হওয়ার পর বিদেশি লিগে খেলার অনুমতি পাওয়া যাবে। আগামী মাসে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর নতুন নিয়ম নিয়ে আপডেট দেবে বিসিসিআই।
সাম্প্রতিককালে দেখা গিয়েছে বেশি কয়েকজন ক্রিকেটার অবসর ঘোষণা করে পরের সপ্তাহেই টি-২০ লিগে খেলতে চলে গিয়েছেন। বিশ্ব জুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের অভাব নেই। দেশের প্রাক্তন ক্রিকেটাররা সেইসব ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বড়রকমের অর্থ উপার্জন করছেন। বিসিসিআইয়ের আশঙ্কা, আগামী দিনে এই প্রবণতা বড় রকমের সমস্যা খাড়া করতে পারে। তাই কুলিং অফ পিরিয়ড প্রয়োজন।