নয়াদিল্লি : একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ হেরে বসেছে ভারতীয় দল। সমর্থকদের মন বিষন্ন। একইদিনে মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার) থেকে ব্লু টিক ভেরিফিকেশন চিহ্ন খোয়াল বিসিসিআই (BCCI)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অনুরোধ রাখতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পেজ থেকে সরে গিয়েছে ব্লু টিক। প্রধানমন্ত্রীর অনুরোধে বোর্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের ডিপি বদলে ফেলা হয়েছিল। এদিকে ডিসপ্লে পিকচার বদলেছে ওদিকে নামের পাশ থেকে সরে গিয়েছে ব্লু টিক। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড কী করে হারাল ব্লু টিক? কোন নিয়মের গেরোয় পড়ে ঘটল এমন ঘটনা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেটিজেনদের কাছে একটি অনুরোধ রাখেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে X এর ডিপি তেরঙায় বদলে ফেলার কথা জানান তিনি। ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনের অংশ হিসেবে এই অনুরোধ রেখেছিলেন তিনি। মোদীর টুইটের কিছুক্ষণের মধ্যেই ডিপি তেরঙায় বদলে ফেলে বিসিসিআই। তাতেই বিপত্তি। কিছুদিন আগেই মাইক্রো ব্লগিং সাইট টুইটার বদলে হয়েছে X। বদলে গিয়েছে লোগো। এলন মাস্কের মালিকানাধীন X-এর নিয়ম কানুনেও বদল এসেছে। অনুমান, নয়া নিয়মের গেরোয় পড়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল পেজ থেকে সরে গিয়েছে ব্লু টিক।
নয়া নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির নাম ও ডিসপ্লে পিকচারে অন্য কিছু ব্যবহার করা চলবে না। X ম্যানেজমেন্ট এ বার বিসিসিআইয়ের প্রোফাইল রিভিউ করে। গাইডলাইন অনুযায়ী যদি সব ঠিকঠাক মনে হয় ম্যানেজমেন্টের তাহলে ব্লু টিক ফিরে পেতে পারে বিসিসিআই। এর জন্য ৪-৫ দিন সময় লেগে যেতে পারে।