কলকাতা: অ্যাডিলেড টেস্ট শুরু হতে হাতে এখনও কয়েকটা দিন সময় রয়েছে। ৬ ডিসেম্বর শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার গোলাপি বল টেস্ট। কয়েকদিন আগে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলেছেন মহম্মদ সামি (Mohammed Shami)। ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আঙিনায় ফিরেছেন তিনি। কামব্যাক ম্যাচে ভারতীয় পেসার নেন ৭টি উইকেট। তাঁর এই পারফরম্যান্স দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভাবতে শুরু করে যে, শীঘ্রই অস্ট্রেলিয়ার বিমান ধরতে চলেছেন সামি। এখন যা জানা যাচ্ছে, তাতে সামির পারফরম্যান্সেও মন গলেনি বোর্ডের। যে কারণে হয়তো এ বার আর অজি সফরে যাওয়া হচ্ছে না তাঁর।
বর্তমানে মহম্মদ সামি বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে খেলছেন। মিজোরামের বিরুদ্ধে আজ, ২৭ নভেম্বর ছিল বাংলার ম্যাচ। সেখানে ৮ উইকেটে বাংলা জিতেছে। ৪ ওভার বল করে ৪৬ রান খরচ করেন তিনি। কিন্তু পাননি কোনও উইকেট। বাংলার বোলারদের মধ্যে এটিই সবচেয়ে খরুচে স্পেল। এরই মাঝে অ্যাডিলেড টেস্ট খেলতে সামি কি অস্ট্রেলিয়ায় যাবেন? তা নিয়েও আলোচনা হচ্ছে। সিএবির পক্ষ থেকে অবশ্য এমন কোনও বার্তা পাওয়া গেল না।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এখনও পর্যন্ত আপাতত মহম্মদ সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে কোনও রকম আলোচনা হয়নি। এই মুহূর্তে অজি সফরের জন্য যে পেসারদের বেছে নেওয়া হয়েছে এবং পারথে ওপেনিং টেস্টে একাদশে যারা খেলেছেন, ভালো পারফর্ম করেছেন।’
পারথ টেস্টে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা দারুণ পারফর্ম করেছেন। ভারত ৫ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। বুমরা, সিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি ছাড়া অজি সফরের ভারতীয় স্কোয়াডে রয়েছেন আকাশ দীপ ও প্রসিধ কৃষ্ণ। ফলে ভারতের এই অস্ট্রেলিয়া সফরে সামির প্রয়োজন টিম ইন্ডিয়া অনুভব করে কিনা, সেটাই দেখার।