BCCI Domestic: কোভিডের জন্য আপাতত স্থগিত অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 31, 2021 | 3:30 PM

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট হওয়াতেই তা পিছিয়ে দিল বোর্ড (BCCI)। কারণ ১৮ বছরের নীচে এখনও ভ্যাকসিনেশন শুরু হয়নি। কোভিডের বাড়বাড়ন্ত শুরু হওয়াতেই আর ঝুঁকি নিল না বোর্ড। ৯ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি শুরু হওয়ার কথা ছিল।

BCCI Domestic: কোভিডের জন্য আপাতত স্থগিত অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি
বিজয় মার্চেন্ট ট্রফি। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: ফের কোভিডের গ্রাসে ঘরোয়া ক্রিকেট। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মাথাচাড়া দেওয়ায় আপাতত স্থগিত অনূর্ধ্ব-১৬ (Under 16) বিজয় মার্চেন্ট ট্রফি (Vijay Merchant Trophy)। মুম্বইয়ের বেশ কিছু জায়গায় ফের বিধিনিষেধ কড়াকড়ি হয়েছে। নাইট কার্ফুও চালু হয়ে গিয়েছে।

 

অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট হওয়াতেই তা পিছিয়ে দিল বোর্ড (BCCI)। কারণ ১৮ বছরের নীচে এখনও ভ্যাকসিনেশন শুরু হয়নি। কোভিডের বাড়বাড়ন্ত শুরু হওয়াতেই আর ঝুঁকি নিল না বোর্ড। ৯ জানুয়ারি থেকে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি শুরু হওয়ার কথা ছিল।

 

বিজয় মার্চেন্ট ট্রফি স্থগিত হয়ে যাওয়ায় আপাতত রঞ্জি ট্রফিতেই ফোকাস বোর্ডের। ১৩ তারিখ থেকে শুরু রঞ্জি। কোভিডের কারণে গত বছর রঞ্জি ট্রফি স্থগিত হয়ে যায়। বিজয় মার্চেন্ট ট্রফির পাশাপাশি বয়সভিত্তিক অন্যান্য টুর্নামেন্টগুলো নিয়েও সতর্কতা রয়েছে। ইতিমধ্যে কোচবিহার ট্রফি চলছে। ক্রিকেটারদের সুরক্ষার জন্য সে দিকে সর্বদা নজর রয়েছে বোর্ডের।

 

আরও পড়ুন: Ashes 2021-22: অ্যাসেজে ফের করোনার থাবা, সংক্রমিত ট্রেভিস হেড

Next Article