Ashes 2021-22: অ্যাসেজে ফের করোনার থাবা, সংক্রমিত ট্রেভিস হেড

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 31, 2021 | 2:21 PM

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ৫ নম্বরে নামেন হেড। ব্রিসবেন (Brisbane) টেস্টে ১৫২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। কোভিড পজিটিভ দলের সঙ্গে সিডনিতে যাননি হেড (Travis Head)। মেলবোর্নেই (Melbourne) রয়েছেন তিনি। আপাতত ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে অজি ব্যাটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, হোবার্টে সিরিজের শেষ টেস্টে হেডকে পাওয়া যেতে পারে।

Ashes 2021-22: অ্যাসেজে ফের করোনার থাবা, সংক্রমিত ট্রেভিস হেড
ট্রেভিস হেড। ছবি: টুইটার

Follow Us

সিডনি: অস্ট্রেলিয়া সিরিজ জিতে গেলেও অ্যাসেজে কোভিডের প্রকোপ কিছুতেই কমছে না। করোনা সংক্রমিত অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেড (Travis Head)। কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফ থেকে সরকারি ভাবে জানানো হয়, করোনা সংক্রমিত হওয়ায় সিডনি টেস্টে নেই ট্রেভিস হেড।

 

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ৫ নম্বরে নামেন হেড। ব্রিসবেন (Brisbane) টেস্টে ১৫২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। কোভিড পজিটিভ দলের সঙ্গে সিডনিতে যাননি হেড (Travis Head)। মেলবোর্নেই (Melbourne) রয়েছেন তিনি। আপাতত ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে অজি ব্যাটারকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, হোবার্টে সিরিজের শেষ টেস্টে হেডকে পাওয়া যেতে পারে।

 

 

 

ট্রেভিড কোভিড পজিটিভ হওয়ায় মিচেল মার্শ, নিক ম্যাডিনসন আর জস ইঙ্গলিশ যোগ দিলেন অস্ট্রেলিয়া দলে। বাকি ক্রিকেটারদের কেউ ট্রেভিসের সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি। তবে সিডনি টেস্টে হেডের জায়গায় খেলতে পারেন উসমান খোয়াজা। দু’বছর আগে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ইংল্যান্ড শিবিরে আগেই করোনা থাবা বসায়। করোনা সংক্রমিত হন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। তাঁর পরিবারের এক সদস্য পরীক্ষায় পাশ না করায় সিডনি টেস্টেও দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। অ্যাসেজে ৫ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের পথে এগোচ্ছেন কামিন্স-স্মিথরা।

 

আরও পড়ুন: Sourav Ganguly: বর্ষশেষে বাড়ি ফিরলেন মহারাজ

Next Article