কলকাতা: সোমবার রাতে কোভিড পজিটিভ (Covid Positive) হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কোভিড রিপোর্ট পজিটিভ এলেও, স্বস্তির খবর তাঁর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে। ৫ দিন হাসপাতালে থাকার পর অবশেষে আজ বাড়ি ফিরলেন মহারাজ। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আজ দুপুরেই বেহালার বাড়িতে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
হাসপাতালে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়। তাঁর জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়। আজই সেই রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত বাড়িতেই কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ধমনীতে ব্লকেজ পাওয়া যাওয়ায় বুকে ৩টে স্টেন্ট বসানো হয়। বছরের শেষ দিকে করোনায় সংক্রমিত হওয়ায় স্বভাবতই উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। হালকা জ্বর আর কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে। চিকিত্সার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ।
হাসপাতালে থাকলেও ভারত (India)-দঃ আফ্রিকা (South Africa) ম্যাচের দিকে সর্বক্ষণ নজর ছিল মহারাজের। গতকাল সেঞ্চুরিয়নে ভারত জেতায় হাসপাতাল থেকেই টুইটে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান বোর্ড প্রেসিডেন্ট (BCCI President)। টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ লেখেন, “টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত জয়.. ফলাফল দেখে মোটেও অবাক হইনি… ভারতকে এই সিরিজকে হারানো একটা কঠিন কাজ হতে চলেছে…দক্ষিণ আফ্রিকাকে এটি করতে হলে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলে দেখাতে হবে ..নতুন বছর উপভোগ করুন।”
আরও পড়ুন: Sourav Ganguly: হাসপাতালের বেড থেকেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন সৌরভ
কলকাতা: সোমবার রাতে কোভিড পজিটিভ (Covid Positive) হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কোভিড রিপোর্ট পজিটিভ এলেও, স্বস্তির খবর তাঁর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে। ৫ দিন হাসপাতালে থাকার পর অবশেষে আজ বাড়ি ফিরলেন মহারাজ। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আজ দুপুরেই বেহালার বাড়িতে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
হাসপাতালে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়। তাঁর জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়। আজই সেই রিপোর্ট নেগেটিভ আসে। আপাতত বাড়িতেই কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ধমনীতে ব্লকেজ পাওয়া যাওয়ায় বুকে ৩টে স্টেন্ট বসানো হয়। বছরের শেষ দিকে করোনায় সংক্রমিত হওয়ায় স্বভাবতই উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। হালকা জ্বর আর কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে। চিকিত্সার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ।
হাসপাতালে থাকলেও ভারত (India)-দঃ আফ্রিকা (South Africa) ম্যাচের দিকে সর্বক্ষণ নজর ছিল মহারাজের। গতকাল সেঞ্চুরিয়নে ভারত জেতায় হাসপাতাল থেকেই টুইটে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান বোর্ড প্রেসিডেন্ট (BCCI President)। টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ লেখেন, “টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত জয়.. ফলাফল দেখে মোটেও অবাক হইনি… ভারতকে এই সিরিজকে হারানো একটা কঠিন কাজ হতে চলেছে…দক্ষিণ আফ্রিকাকে এটি করতে হলে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলে দেখাতে হবে ..নতুন বছর উপভোগ করুন।”
আরও পড়ুন: Sourav Ganguly: হাসপাতালের বেড থেকেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন সৌরভ