‘বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছিল, পরিস্থিতি অন্য ছিল’, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

May 06, 2021 | 3:53 PM

আইপিএলের (IPL) বায়ো বাবল (Bio bubble) কী করে ভাঙল, তা নিয়ে প্রচুর কথা উঠছে। বোর্ড যা নিয়ে তদন্তও শুরু করেছে।

‘বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছিল, পরিস্থিতি অন্য ছিল’, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আইপিএল (IPL) আয়োজন করা কি বোর্ডের (BCCI) ভুল হয়েছে? গতবারের মতো আমিরশাহি বা অন্য কোথাও আয়োজন করা উচিত ছিল বিসিসিআইয়ের? আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়ার পর এ নিয়ে তুমুল আলোচনা চলছে। বোর্ড প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু বলে দিয়েছেন, ‘যখন দেশের মাঠে আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড, তখন কিন্তু করোনার হার এই মারাত্মক চেহারা নেয়নি। এখনকার পরিস্থিতিতে তখনকার ঘটনা বিচার করা ঠিক হবে না। আমিরশাহিতে আইপিএল করা যায় কিনা, তা নিয়েও আলোচনা হয়েছিল বোর্ড মিটিংয়ে। করোনা তখন মাথাচাড়া দেয়নি। ফলে আমিরশাহি নিয়ে আলোচনা হলেও দেশের মাঠেই আয়োজন করার সিদ্ধান্ত নেয়।’

বোর্ডের অনেক কর্তাই বলছেন, আইপিএল বাতিল করা হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বা পরে কোনও একটা উইন্ডো বের করে আইপিএল আয়োজন করা হবে। সৌরভ কিন্তু এ নিয়ে নিশ্চিত কিছু বলেননি। তাঁর কথায়, ‘দেখা যাক, তবে এখন এ নিয়ে কিছু বলা মুশকিল। যেমন বলতে পারব না, আমিরশাহিতে বাকি আইপিএল হবে কিনা।’

আইপিএলের (IPL) বায়ো বাবল (Bio bubble) কী করে ভাঙল, তা নিয়ে প্রচুর কথা উঠছে। বোর্ড যা নিয়ে তদন্তও শুরু করেছে। বিসিসিআই প্রেসিডেন্ট যা নিয়ে বলেছেন, ‘বায়ো বাবল কেউ ভেঙে বলে মনে হয় না। যে রিপোর্ট বোর্ডের কাছে এসেছে, তাতে কিন্তু দেখা গিয়েছে কেউ বাবল ভাঙেনি। তার পরও কী করে এমন ঘটনা ঘটল, তা বলাটা খুব মুশকিল। ঠিক যে ভাবে বলা মুশকিল, দেশের এত জনতা কী করে করোনায় সংক্রমিত হল।’

আরও পড়ুন: কুস্তিগির সুশীল কুমারের নামে এফআইআর

ছ’শহরের বদলে দুটো শহরে আইপিএলে করলে পরিস্থিতি এড়ানো যেত, বলে মনে করছেন অনেকে। সৌরভের অবশ্য বলেছেন, ‘যখন আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন কিন্তু দেশে করোনার মাত্রা বাড়েনি। টুর্নামেন্ট শুরু হওয়ার পরও করোনা থাবা বসায়নি। মুম্বইয়ে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। তা সত্ত্বেও কিন্তু খারাপ কোনও ঘটনা ঘটেনি।’

আমিরশাহিতে আইপিএল করার সময় ইংল্যান্ডের একটি পেশাদার সংস্থার উপর পুরো বায়ো বাবল নিয়ন্ত্রণের ভার দেওয়া ছিল। ভারতে এ বারের আইপিএলের সময় তা হয়নি। ইংল্যান্ডের ওই সংস্থা ভারতে বায়ো বাবল নিয়ন্ত্রণের জন্য সক্ষম ছিল না বলেই বোর্ড দায়িত্ব নিয়েছিল। তাতেই এই বিপত্তি বলে মনে করছেন অনেকে। সৌরভ অবশ্য তা মানছেন না।

একই সঙ্গে বলা হচ্ছে, করোনার প্রভাবে ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সৌরভ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে অনেক দেরি। এখনই এ নিয়ে মন্তব্য করা যাবে না।’

Next Article