মুম্বই: আইপিএলের মঞ্চে যখনই মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয় সেই ম্যাচের একটা আলাদাই উত্তজনা হয়। আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ হলে তো কথাই নেই। উত্তেজনার মাত্রাটা বেড়ে যায় বহুগুণ। এই ওয়াংখেড়ে থেকেই নাইট মালিক শাহরুখ খানকে ব্যানও করা হয়েছিল। তাই এই ম্যাচ ঘিরে কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার রেশ থেকে যায়। রবি-বিকেলে ১৬তম আইপিএলের (IPL 2023) ডাবল হেডারে মুখোমুখি হয়েছিল মুম্বই ও কেকেআর। সেই ম্যাচ চলাকালীন কেকেআরের ক্যাপ্টেন নীতীশ রানা এবং মুম্বইয়ের তরুণ বোলার হৃতিক শোকিনের মধ্যে তর্কাতর্কি হয়। একে অপরকে মাঠের মধ্যেই গালিগালাজ করেন তাঁরা। যে কারণে নীতীশ রানা (Nitish Rana) ও হৃতিক শোকিনকে (Hrithik Shokeen) এ বার শাস্তি দিল বিসিসিআই (BCCI)। নীতীশ-হৃতিকের পাশাপাশি ছাড় পেলেন না মুম্বইয়ের হয়ে কেকেআরের বিরুদ্ধে ক্যাপ্টেন্সি সামলানো সূর্যকুমার যাদবও। কার কী শাস্তি হল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পেটের সমস্যার কারণে ওয়াংখেড়েতে রোহিত শর্মার জায়গায় নাইটদের বিরুদ্ধে MI পল্টনকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। আইপিএলের আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কেকেআরের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে সূর্যকুমার যাদবের। যেহেতু চলতি আইপিএলে এই প্রথম আইপিএলের নিয়ম লঙ্ঘন করল মুম্বই, তাই MI এর স্ট্যান্ড ইন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ১২ লক্ষ টাকা জরিমানা করেছে বিসিসিআই।
অন্যদিকে আইপিএলের নিয়ম লঙ্ঘন করে মাঠের মধ্যে হৃতিক শোকিনের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ায় নীতীশ রানার ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নিচ্ছে বিসিসিআই। আইপিএলের নিয়মের ২.২১ নম্বর ধারায় লেভেল ওয়ান দোষ করেছেন বলে নীতীশের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে হৃতিক শোকিনকে আইপিএলের আইনের ২.৫ নম্বর ধারা ভাঙার দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুই ক্রিকেটারের ক্ষেত্রেরই যেহেতু এটা প্রথমবার তাই জরিমানার পরিমাণ কম হল। দ্বিতীয়বার একই জিনিস হলে জরিমানার পরিমাণ বাড়বে এবং দুই দলের ফেয়ার প্লে-পয়েন্টও কাটা যাবে।