IPL 2022: ইংল্যান্ডের প্লেয়াররা পুরো আইপিএল খেলবেন, জানাল বোর্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 09, 2022 | 6:24 PM

জেসন রয়, জনি বেয়ারস্টো, ইওন মর্গ্যানরা কি পুরো আইপিএল (IPL) খেলবেন? নিলামের দিনক্ষণ ঘোষণার পর থেকে এই একটাই প্রশ্নের উত্তর খুঁজছিল আইপিএলের ১০টা টিমের মালিকরা। অবশেষে সেই জবাব দিল বিসিসিআই (BCCI)।

Follow Us

নয়াদিল্লি: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইওন মর্গ্যানরা কি পুরো আইপিএল (IPL) খেলবেন? নিলামের দিনক্ষণ ঘোষণার পর থেকে এই একটাই প্রশ্নের উত্তর খুঁজছিল আইপিএলের ১০টা টিমের মালিকরা। অবশেষে সেই জবাব দিল বিসিসিআই (BCCI)। ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার এ বারের আইপিএলের নিলামে (IPL Auction)  থাকছেন। তাঁদের নিতে কোনও সমস্যা রইল না। প্রত্যেকেই পুরো আইপিএল খেলবেন, এমনই জানিয়ে দেওয়া হল বোর্ডের তরফে। ইসিবি (ECB) সবুজ সঙ্কেত দেওয়ার পরই বিসিসিআই জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘আইপিএলের পর ইসিবি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে। যা শুরু হবে ২ জুন। আর সেই কারণেই পুরো আইপিএলে ইংলিশ প্লেয়ারদের পাওয়া যাবে।’ মইন আলি ও জস বাটলারকে ইতিমধ্যেই রিটেইন করেছে চেন্নাই এবং রাজস্থান। বাকি ২৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।

একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, যাঁরা নিলামের তালিকাভুক্ত, তাঁদের কি পুরো মরসুম পাওয়া যাবে? অস্ট্রেলিয়া আর ক’দিনের মধ্যেই পাক সফরে যাবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা সেখানে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কিছু অজি ক্রিকেটার ২৪ মার্চ নাগাদ তাঁদের আইপিএল টিমে যোগ দিতে পারবেন। আর বাকিরা যোগ দেবেন ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর। এপ্রিলের ৫ তারিখ যা শেষ হবে। প্রশ্ন হল, মার্চের শেষ দিকে যদি আইপিএল শুরু হয়, তা হলে কি কয়েকটা ফ্র্যাঞ্চাইজিকে প্রথম এক-দুটো ম্যাচ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের বাদ দিয়েই খেলতে হবে? আপাতত এর কোনও উত্তর নেই।

নিলাম তালিকায় ইংল্যান্ডের প্লেয়াররা

১) জেসন রয়

২) জনি বেয়ারস্টো

৩) স্যাম বিলিংস

৪) মার্ক উড

৫) আলিদ রশিদ

৬) ডেভিড মালান

৭) ক্রিস মরিস

৮) লিয়াম লিভিংস্টোন

৯) ইওন মর্গ্যান

১০) অ্যালেক্স হলস

১১) জোফ্রা আর্চার

১২) জর্জ গার্টন

১৩) টাইমল মিলস

১৪) রিসি টপলে

১৫) টম কোলের-ক্যাডমোর

১৬) জেমস ভিন্স

১৭) লুইস গ্রেগরি

১৮) সাকিব মাহমুদ

১৯) লরি ইভান্স

২০) বেনি হোওয়েল

২১) জেকব লিনটট

২২) ডেভিড উইলি

২৩) ক্রেগ ওভারটন

২৪) সামিত প্যাটেল

আরও পড়ুন: IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে


বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়াদিল্লি: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইওন মর্গ্যানরা কি পুরো আইপিএল (IPL) খেলবেন? নিলামের দিনক্ষণ ঘোষণার পর থেকে এই একটাই প্রশ্নের উত্তর খুঁজছিল আইপিএলের ১০টা টিমের মালিকরা। অবশেষে সেই জবাব দিল বিসিসিআই (BCCI)। ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার এ বারের আইপিএলের নিলামে (IPL Auction)  থাকছেন। তাঁদের নিতে কোনও সমস্যা রইল না। প্রত্যেকেই পুরো আইপিএল খেলবেন, এমনই জানিয়ে দেওয়া হল বোর্ডের তরফে। ইসিবি (ECB) সবুজ সঙ্কেত দেওয়ার পরই বিসিসিআই জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘আইপিএলের পর ইসিবি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে। যা শুরু হবে ২ জুন। আর সেই কারণেই পুরো আইপিএলে ইংলিশ প্লেয়ারদের পাওয়া যাবে।’ মইন আলি ও জস বাটলারকে ইতিমধ্যেই রিটেইন করেছে চেন্নাই এবং রাজস্থান। বাকি ২৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।

একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, যাঁরা নিলামের তালিকাভুক্ত, তাঁদের কি পুরো মরসুম পাওয়া যাবে? অস্ট্রেলিয়া আর ক’দিনের মধ্যেই পাক সফরে যাবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা সেখানে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কিছু অজি ক্রিকেটার ২৪ মার্চ নাগাদ তাঁদের আইপিএল টিমে যোগ দিতে পারবেন। আর বাকিরা যোগ দেবেন ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর। এপ্রিলের ৫ তারিখ যা শেষ হবে। প্রশ্ন হল, মার্চের শেষ দিকে যদি আইপিএল শুরু হয়, তা হলে কি কয়েকটা ফ্র্যাঞ্চাইজিকে প্রথম এক-দুটো ম্যাচ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের বাদ দিয়েই খেলতে হবে? আপাতত এর কোনও উত্তর নেই।

নিলাম তালিকায় ইংল্যান্ডের প্লেয়াররা

১) জেসন রয়

২) জনি বেয়ারস্টো

৩) স্যাম বিলিংস

৪) মার্ক উড

৫) আলিদ রশিদ

৬) ডেভিড মালান

৭) ক্রিস মরিস

৮) লিয়াম লিভিংস্টোন

৯) ইওন মর্গ্যান

১০) অ্যালেক্স হলস

১১) জোফ্রা আর্চার

১২) জর্জ গার্টন

১৩) টাইমল মিলস

১৪) রিসি টপলে

১৫) টম কোলের-ক্যাডমোর

১৬) জেমস ভিন্স

১৭) লুইস গ্রেগরি

১৮) সাকিব মাহমুদ

১৯) লরি ইভান্স

২০) বেনি হোওয়েল

২১) জেকব লিনটট

২২) ডেভিড উইলি

২৩) ক্রেগ ওভারটন

২৪) সামিত প্যাটেল

আরও পড়ুন: IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে


বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article