IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে

IPL 2022 Auction: আইপিএলের মেগা নিলামের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নিলামের আগে, দলগুলি তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে (IPL Player Retention) এবং এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাকি থাকা টাকা নিয়ে দল সম্পূর্ণ করতে নামবে।

IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে
IPL 2022 Retained Players: জেনে নিন ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেইন করেছে ও নিলামে কতজন প্লেয়ার নিতে পারবে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুইটারের ভিডিওর স্ক্রিনশট)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 6:38 PM

নয়াদিল্লি: চলতি সপ্তাহেই আইপিএল ২০২২ (IPL) এর জন্য মেগা নিলাম (IPL Auction) হতে চলেছে। আসন্ন নিলামটি বিভিন্ন দিক থেকে বিশেষ হতে চলেছে। কারণ এই নিলামের ওপর ভিত্তি করেই আগামী কয়েক বছরের জন্য দলগুলির রূপরেখা প্রস্তুত করবে। এ বার পুরনো আটটি দলের পাশাপাশি নতুন দুটি দলও নিলামে অংশ নেবে। আমেদাবাদের দল গুজরাত টাইটান্স এবং লখনঔয়ের দল লখনঔ সুপার জায়ান্টস প্রথম বারের মতো নিলামে অংশ নেবে। এই পরিস্থিতিতে এ বারের নিলাম খুবই আকর্ষণীয় হতে চলেছে। ১২-১২ ফেব্রুয়ারি, দু’দিন ধরে বেঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে, দলগুলি তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে (IPL Player Retention) এবং এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাকি থাকা টাকা নিয়ে দল সম্পূর্ণ করতে নামবে।

পুরনো আট দলকে আইপিএলের রিটেনশনে নিজেদের পছন্দের প্লেয়ারদের ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছিল। বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, প্রতিটি দল সর্বোচ্চ চারজন প্লেয়ারদের রিটেইন করে রাখতে পারত। যার মধ্যে তিনজনের বেশি ভারতীয় এবং দুইজনের বেশি বিদেশি প্লেয়াক রাখা চলত না। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স একজন বিদেশি প্লেয়ারসহ চারজন প্লেয়ারকে ধরে রেখেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস তিনজন করে প্লেয়ারকে ধরে রেখেছে। পঞ্জাব কিংস মাত্র দু’জন ক্রিকেটারকে রিটেইন করেছে।

আইপিএলের রিটেনশনের পর কোন দলের ঝুলিতে রয়েছে কত টাকা

১০টি দলকে ৯০ কোটির বাজেট দেওয়া হয়েছে। যাতে তারা তাদের দলে সর্বোচ্চ ২৫ জন প্লেয়ারকে নিতে পারে। যে দলগুলো চারজন প্লেয়ারকে ধরে রেখেছে তাদের বাজেট থেকে ৪২ কোটি টাকা খরচ হয়েছে, তিনজন ক্রিকেটারকে ধরে রাখার জন্য ৩৩ কোটি খরচ হয়েছে, দুই প্লেয়ার ধরে রাখার জন্য ২৪ কোটি টাকা খরচ হয়েছে। কিছু দল তাদের প্লেয়ারদের রিটেইন করার জন্য নির্ধারিত স্ল্যাবের চেয়ে বেশি টাকা দিয়েছে। যেমন লখনঔতে ১৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন কেএল রাহুল। ফলে রিটেইন করার পর যে দলের কাছে যত টাকা অবশিষ্ট রয়েছে, তা দিয়েই নিলামে দল সাজাতে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের রিটেনশনের পর পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে, তারা খরচ করতে পারবে ৭২ কোটি টাকা। পঞ্জাব কিংসের পর, সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৬৮ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ৬২ কোটি টাকা। আইপিএলের দুই নতুন দল লখনঔয়ের কাছে ৫৯ কোটি এবং আমেদাবাদের ৫২ কোটি টাকা রয়েছে। এ ছাড়া চেন্নাই, কলকাতা ও মুম্বইকে ৪৮ কোটি টাকায় দল গড়তে হবে। পাশাপাশি দিল্লির হাতে রয়েছে ৪৭.৫০ কোটি টাকা।

দলগুলো কতজন প্লেয়ার নিতে পারবে মেগা নিলাম থেকে

পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে। তারা মোট ২৩ জন খেলোয়াড় কিনতে পারে। যার মধ্যে ৮ জন বিদেশি খেলোয়াড় হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, লখনঔ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স তিনজন করে খেলোয়াড় ধরে রেখেছে। তাই তারা ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। যার মধ্যে সর্বোচ্চ সাতজন বিদেশি খেলোয়াড়ও অন্তর্ভুক্ত হতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস প্রত্যেকে চারজন করে খেলোয়াড় ধরে রেখেছে এবং এখন তারা ২১ জন প্লেয়ারদের নিলামে কিনতে পারবে। তাদের চারজন রিটেইন করা প্লেয়ারদের মধ্যে একজন করে বিদেশি প্লেয়ার রয়েছে, তাই তারা সর্বোচ্চ সাতজন বিদেশি খেলোয়াড়কেও নিলাম থেকে নিতে পারবে।

কেকেআর দুইজন বিদেশি খেলোয়াড় এবং দুইজন ভারতীয় খেলোয়াড়কে ধরে রেখেছে, সে কারণেই তারা ২১ জন প্লেয়ারদের মধ্যে মাত্র ছয়জন বিদেশি খেলোয়াড়কে বেছে নিতে পারবে।

আরও পড়ুন: IPL 2022 Auction: আইপিএলের আসন্ন নিলামে রয়েছেন কোন কোন প্লেয়াররা, দেখুন তালিকা

আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd ODI 2022: সিরিজে সমতা ফেরাতে ক্যারিবিয়ানদের তুলতে হবে ২৩৭ রান

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা