India vs West Indies Highlights, 2nd ODI 2022: প্রসিধ-শার্দূলদের দাপট, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪৪ রানে জয় ভারতের

| Edited By: | Updated on: Feb 09, 2022 | 9:49 PM

India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) দ্বিতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies Highlights, 2nd ODI 2022: প্রসিধ-শার্দূলদের দাপট, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪৪ রানে জয় ভারতের
আমেদাবাদে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি রোহিত-পুরানরা

আমেদাবাদ: আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies) সিরিজের দ্বিতীয় ওয়ান ডে (2nd ODI) ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত (India)। কারয়ন পোলার্ড চোটের জন্য ছিলেন না দ্বিতীয় ম্যাচে। তাঁর বদলে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেন নিকোলাস পুরান। টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে তুলতে হত ২৩৮ রান।

সিরিজে সমতা ফেরাতে হলে আজকের ম্যাচে জিততে হত পুরানদের। কিন্তু হোল্ডারদের নির্ধারিত ৫০ ওভার খেলতে দিলেন না প্রসিদ কৃষ্ণারা। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে জিতল টিম ইন্ডিয়া। ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা, ২টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Feb 2022 09:28 PM (IST)

    ৪৪ রানে ম্যাচ জিতল ভারত

    ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে জিতল টিম ইন্ডিয়া। ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা, ২টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।

    https://twitter.com/BCCI/status/1491444483241963520?s=20&t=T-2ieTVts8Pm7x1sknhS3g
  • 09 Feb 2022 09:00 PM (IST)

    ৪১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৭৪/৮

    ৫৪ বলে ৬৪ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। ক্রিজে ওডেন স্মিথ ও আলজারি জোসেফ।
  • 09 Feb 2022 08:51 PM (IST)

    আকিল আউট

    আকিল হোসেইনকে ফেরালেন শার্দূল ঠাকুর। ৩৪ রান করে মাঠ ছাড়লেন আকিল।

  • 09 Feb 2022 08:46 PM (IST)

    অ্যালেন আউট

    ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ১৩ রান করে মাঠ ছাড়লেন অ্যালেন।

  • 09 Feb 2022 08:27 PM (IST)

    ৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩৫/৬

    খেলা বাকি ১৫ ওভারের। সিরিজে সমতা ফেরাতে ওয়েস্ট ইন্ডিজকে এখনও তুলতে হবে ১০৩ রান

  • 09 Feb 2022 08:08 PM (IST)

    ব্রুকস আউট

    দীপক হুডা ফেরালেন শামরা ব্রুকসকে। ৪৪ রান করে সাজঘরে ফিরলেন ব্রুকস। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে প্রথম উইকেট পেলেন হুডা

  • 09 Feb 2022 07:58 PM (IST)

    ৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১৫/৫

    খেলা বাকি ২০ ওভারের। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 09 Feb 2022 07:44 PM (IST)

    ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯১/৫

    খেলা বাকি ২৫ ওভারের। ক্রিজে রয়েছেন শামরা ব্রুকস ও আকিল হোসেইন। সিরিজে সমতা ফেরাতে আর ১৪৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

  • 09 Feb 2022 07:29 PM (IST)

    হোল্ডার আউট

    পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারকে ফেরালেন শার্দূল ঠাকুর। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন হোল্ডার।

  • 09 Feb 2022 07:23 PM (IST)

    ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬৬/৪

    ক্রিজে জেসন হোল্ডার ও শামরা ব্রুকস।

  • 09 Feb 2022 07:21 PM (IST)

    পুরান আউট

    নিকোলাস পুরানকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ। ভারতকে কৃষ্ণ এনে দিলেন তৃতীয় সাফল্য। ৯ রান করে সাজঘরে ফিরলেন ক্যারিবিয়ান অধিনায়ক।

  • 09 Feb 2022 06:59 PM (IST)

    হোপ ফিরলেন সাজঘরে

    দারুণ ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব।  ২৭ রান করে মাঠ ছাড়লেন শাই হোপ

  • 09 Feb 2022 06:58 PM (IST)

    ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫২/২

    সিরিজে সমতা ফেরাতে ক্যারিবিয়ানদের প্রয়োজন ১৮৬ রান। ক্রিজে শাই হোপ ও শামরা ব্রুকস।

  • 09 Feb 2022 06:35 PM (IST)

    ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৮/২

    প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 09 Feb 2022 06:30 PM (IST)

    ড্যারেন ব্র্যাভো আউট

    ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন প্রসিধ কৃষ্ণা। মাত্র ১ রানের মাথায় আউট হলেন ব্র্যাভো।

  • 09 Feb 2022 06:23 PM (IST)

    ব্র্যান্ডন কিং আউট

    প্রসিধ কৃষ্ণ ভারতকে এনে দিলেন প্রথম সাফল্য। ১৮ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার কিং।

  • 09 Feb 2022 06:09 PM (IST)

    ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৫/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছে ১৫ রান

  • 09 Feb 2022 05:50 PM (IST)

    ক্যারিবিয়ানদের ইনিংস শুরু

    রান তাড়া করতে নেমে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নামলেন শাই হোপ ও ব্র্যান্ডন কিং।

  • 09 Feb 2022 05:19 PM (IST)

    ভারতের ইনিংস শেষ

    নির্ধারিত ৫০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে তুলতে হবে ২৩৮ রান।

  • 09 Feb 2022 05:12 PM (IST)

    হুডা আউট

    ২৯ রান করে মাঠ ছাড়লেন দীপক হুডা। বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে বসলেন হুডা

  • 09 Feb 2022 05:04 PM (IST)

    সিরাজ আউট

    ৩ রান করে সাজঘরে ফিরলেন মহম্মদ সিরাজ। আট নম্বর উইকেট হারাল টিম ইন্ডিয়া।

    ৪৭.৩ ওভারে ভারতের স্কোর ৮ উইকেটে ২২৪।

  • 09 Feb 2022 04:56 PM (IST)

    শার্দূল আউট

    শার্দূল ঠাকুরের উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। ৮ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 09 Feb 2022 04:51 PM (IST)

    ৪৫ ওভারে ২০৫/৬

    খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে দীপক হুডা ও শার্দূল ঠাকুর।

  • 09 Feb 2022 04:40 PM (IST)

    সুন্দর আউট

    ২৪ রান করে সাজঘরে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। ছ’নম্বর উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 09 Feb 2022 04:31 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১৮৩/৫

    খেলা বাকি ১০ ওভারের। ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১৮৩ রান। ক্রিজে ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।

  • 09 Feb 2022 04:29 PM (IST)

    সূর্যকুমার যাদব আউট

    সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। ৬৪ রান করে মাঠ ছাড়লেন স্কাই।

  • 09 Feb 2022 04:12 PM (IST)

    সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি

    ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব।

  • 09 Feb 2022 03:52 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৩৯/৪

    খেলা বাকি ২০ ওভারের। স্কাই-রাহুল জুটিতে হঠাৎই ছন্দপতন। রান আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল। ক্রিজে নতুন ব্যাটার ওয়াশিংটন সুন্দর

  • 09 Feb 2022 03:49 PM (IST)

    লোকেশ রাহুল রান আউট

    রান আউট হয়ে মাঠ ছাড়লেন ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। ৪৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন রাহুল। চতুর্থ উইকেট হারাল ভারত

  • 09 Feb 2022 03:32 PM (IST)

    ভারতের দলগত ১০০ রান পূর্ণ

    ২৫.৬ ওভারে দলগত ১০০রান পূর্ণ করল ভারত।

  • 09 Feb 2022 03:28 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৯১/৩

    ক্রিজে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ২৫ ওভারের খেলা বাকি রয়েছে। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাহুল-স্কাই জুটি

  • 09 Feb 2022 03:09 PM (IST)

    যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দল গ্যালারিতে উপস্থিত

    সিনিয়র টিমের খেলা দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা।

  • 09 Feb 2022 03:04 PM (IST)

    ২০ ওভারে ভারত ৬৮/৩

    ক্রিজে রাহুল-সূর্যকুমার। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে ভারত।

    লোকেশ রাহুল ব্যাট করছেন ৭ রানে। এবং ১৭ রান করেছেন সূর্যকুমার যাদব।

  • 09 Feb 2022 02:45 PM (IST)

    ভারতের ৫০ রান

    ১৫.৪ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ হল।

  • 09 Feb 2022 02:40 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৪৭/৩

    ক্রিজে কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। প্রথম ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৪৭ রান।

  • 09 Feb 2022 02:28 PM (IST)

    বিরাট আউট

    ঋষভ পন্থের পর বিরাট কোহলির উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া

  • 09 Feb 2022 02:22 PM (IST)

    পন্থ আউট

    ঋষভ পন্থের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১৮ রান করে সাজঘরে ফিরলেন আজ ওপেনিংয়ে নামা পন্থ।

  • 09 Feb 2022 02:20 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩৭/১

    প্রথম ১০ ওভারে খেলা শেষ। ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩৭ রান।

  • 09 Feb 2022 01:45 PM (IST)

    রোহিত আউট

    বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার উইকেট তুলে নিলেন কেমার রোচ।

  • 09 Feb 2022 01:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ।

  • 09 Feb 2022 01:25 PM (IST)

    টিম ইন্ডিয়ার শেষ বেলার প্রস্তুতি

    আজ আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-র জন্য শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

  • 09 Feb 2022 01:19 PM (IST)

    পোলার্ডের চোট

    ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোটের কারণে নেই কায়রন পোলার্ড।

  • 09 Feb 2022 01:16 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

    কায়রন পোলার্ডের পরিবর্তে আজ ক্যারিবিয়ানদের হয়ে ক্যাপ্টেন্সি সামলাবেন নিকোলাস পুরান। পোলার্ডের বদলে দলে এসেছেন ওডেন স্মিথ।

    দেখুন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ-

  • 09 Feb 2022 01:14 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতীয় দলে একটি পরিবর্তন। ঈশান কিষাণের জায়গায় আজ দলে এসেছেন কেএল রাহুল।

  • 09 Feb 2022 01:06 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় একদিনের ম্যাচে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কায়রন পোলার্ডের পরিবর্তে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলানো নিকোলাস পুরান।

Published On - Feb 09,2022 1:00 PM

Follow Us: