নয়াদিল্লি: ঠিক এক মাস আগে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) সূচি ঘোষণা হয়েছিল। কিন্তু কবে থেকে মিলবে আইসিসি মেগা ইভেন্টের টিকিট? তা নিয়ে কোনও তথ্য নেই। এ বার আসন্ন ওডিআই বিশ্বকাপের টিকিট নিয়ে বড়সড় আপডেট। যা শুনে অনেক ক্রিকেট প্রেমী মুষড়ে পড়েছেন। কারণ, বর্তমান সময়ে দাঁড়িয়ে অনলাইনের ছোঁয়া সর্বত্র। আর এ বারের বিশ্বকাপে কিনা থাকছে না ই-টিকিট (E-Ticket)! হ্যাঁ এই কথা সত্যি। বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, দেশের মাটিতে হতে চলা বিশ্বকাপে ই-টিকিটের সুবিধে পাবেন না দর্শকরা। তা হলে কী করতে হবে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ উপভোগ করতে চাওয়া দর্শকদের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের টিকিট অনলাইনে বুক করা গেলেও ম্যাচ দেখতে যাওয়ার সময় ই-টিকিট দেখালে চলবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। অর্থাৎ, অনলাইনে টিকিট বুক করার পর দর্শকদের সেই টিকিটের হার্ড কপি সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানান, এখন ই-টিকিটের ব্যবস্থা করতে পারছে না বোর্ড। টিকিটের হার্ড কপি থাকলে তবেই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন। ৭-৮টি কেন্দ্র থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। জয় শাহ আরও বলেন, ‘আমেদাবাদ এবং লখনউয়ের মতো বেশি দর্শক আসনের ভেনুতে ই-টিকিটের ব্যবস্থা করা কঠিন। বিসিসিআই দ্বি-পাক্ষিক সিরিজে আগে ই-টিকিট চালু করবে। তারপর বিশ্বকাপের মতো মাল্টি-নেশন ইভেন্টে ই-টিকিটের সুবিধে আনবে।’
ওডিআই বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। এখনও অবধি টুর্নামেন্টের টিকিট বুকিং সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই নিয়ে জয় শাহ জানান, শীঘ্রই বিসিসিআই এবং আইসিসি যৌথ ভাবে টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য ঘোষণা করবে। তিনি বলেন, ‘টিকিটের বিষয়ে রাজ্য সংস্থাগুলির সঙ্গে আমাদের কথা হয়েছে। ৯০% অ্যাসোসিয়েশন ম্যানিফেস্ট নিয়ে এসেছিল। এক-দু’টি সংস্থার কাছে তা প্রস্তুত ছিল না। এর জন্য আমরা তাদের সোমবার অবধি সময় দিয়েছি। এর পর আইসিসি এবং বিসিসিআই যৌথ ভাবে টিকিটের মূল্য সহ সব তথ্য ঘোষণা করবে।’