India vs West Indies: দেখা গেল না কুল-চা জুটি, চাহালের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে যা বললেন কুলদীপ…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 28, 2023 | 3:24 PM

Kuldeep Yadav-Yuzvendra Chahal: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। কিন্তু তাঁর 'পার্টনার ইন ক্রাইম' কুলদীপ যাদব সুযোগ পেয়েছিলেন। যার সদ্ব্যবহার করেছেন।

India vs West Indies: দেখা গেল না কুল-চা জুটি, চাহালের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে যা বললেন কুলদীপ...
India vs West Indies: দেখা গেল না কুল-চা জুটি, চাহালের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে যা বললেন কুলদীপ...
Image Credit source: BCCI

Follow Us

বার্বাডোজ: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় দিয়ে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল রোহিত শর্মার ভারত। ক্রিকেট প্রেমীরা মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) প্রথম ওডিআইতে ফিরবে কুল-চা জুটি। কিন্তু তা দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একাদশে সুযোগ পেয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আর সেই সুযোগ দারুণ কাজে লাগান ভারতের এই চায়নাম্যান বোলার। তিন ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন কুলদীপ। এই পারফরম্যান্সের মাধ্যমে কুলদীপ আরও বেশি করে চাপে ফেলে দিলেন যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। যুজির সঙ্গে প্রতিযোগিতা নিয়ে কী বললেন কুলদীপ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কুল-চা জুটি নিয়ে কুলদীপ যাদব —

ভারতীয় তারকা ক্রিকেটার কুলদীপ যাদব জানান, ভারতীয় টিমে প্রতিযোগিতা রয়েছে। আর এই প্রতিযোগিতাই তাঁকে নিজের খেলায় এবং পারফর্ম্যান্সে উন্নতি করতে সাহায্য করে। যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর বন্ধুত্ব ঠিক যতটা গাঢ়, তেমনই প্রতিযোগিতাও রয়েছে। এই নিয়ে তিনি বলেন, ‘আমরা দু’জনই জানি কম্বিনেশন কতটা গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে বোঝাপড়াও অসাধারণ। আমি যখন খেলি ও তখন আমাকে অনেক সাহায্য করে। ও চায় আমি সব সময় সেরাটা দিই। একই রকম ভাবে ও যখন খেলার সুযোগ পায়, তখন আমি ওকে আমার মতামত জানাই। কুল-চা জুটি বছরের পর বছর ভালো পারফর্ম করেছে কারণ আমরা একে অপরকে সমর্থন করি। আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই।’

চলতি বছরে ৯টি ওডিআই ম্যাচে ১৯টি উইকেট নেওয়ার পরও জাতীয় দলে ওয়ান ডে ম্যাচে ধারাবাহিক সুযোগ পাননি কুলদীপ যাদব। এই নিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচের শেষে প্রেস কনফারেন্সের তিনি বলেন, ‘পরিস্থিতি এবং কম্বিনেশনের জন্যই অনেক সময় আমি খেলার সুযোগ পাই না। অনেক বছর ধরে আমি ক্রিকেট খেলছি। এই বিষয়টা এখন স্বাভাবিক মনে হয়। আমি এখন বেশি উইকেট নেওয়া নিয়ে ভাবি না। আমার ফোকাস থাকে সঠিক লাইন-লেন্থে বল করা।’

Next Article